
পবিত্র রমজান মাসের শেষ দিনে জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের দুটি অন্যতম প্রধান শহর কাতিফ ও মদিনা। এদিন সন্ধ্যায় মদিনার একটি মসজিদের কাছে পার্কিং লটে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে এটা আত্মঘাতী বিস্ফোরণ ছিল। ঘটনাস্থলের কাছে একটি দেহও পড়ে থাকতে দেখা যায়। মদিনায় বিস্ফোরণের ঠিক আগেই এদিন জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে সিয়া অধ্যুষিত কাতিফ শহরে। এখানেও একটি মসজিদের সামনে বিস্ফোরণ হয়। দুই ব্যক্তি নিজেদের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গিদের মৃত্যু হলেও আমজনতার মৃত্যুর খবর মেলেনি। এদিন আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে লোহিত সাগর সংলগ্ন শহর জেড্ডায়। এখানেও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি হয় মার্কিন দূতাবাসের সামনে। বিস্ফোরণে ২ সুরক্ষা আধিকারিক আহত হয়েছেন।