বোরখায় মুখ না ঢেকে নিজের খোলামেলা পোশাকের ছবি ট্যুইটারে প্রকাশ করেছিলেন তিনি। সেই অপরাধে তাঁকে গ্রেফতার করল পুলিশ। সৌদি আরবের পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করলেও তাঁর পরিচয় গোপন রাখে। যদিও বিভিন্ন ওয়েবসাইটে ধৃত তরুণীর নাম মালাক-আল-শেহরি বলে জানানো হয়েছে। সৌদি পুলিশ জানিয়েছে, সে দেশের কিছু নিয়ম আছে। যা দেশের সকলের মেনে চলা বাধ্যতামূলক। যার মধ্যে অবশ্যই একটা হল সর্বাঙ্গ ঢাকা বোরখা ছাড়া দেশের কোনও মহিলার প্রকাশ্যে চলাফেরায় নিষেধাজ্ঞা। মহিলাদের একা বার হওয়া বা গাড়ি চালানোতেও নিষেধাজ্ঞা রয়েছে সেখানে। সেই নিয়ম না মেনে খোলামেলা পোশাকে রিয়াধ কাফের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা ট্যুইটারে প্রকাশ করেন ওই তরুণী। পাশাপাশি অপরিচিত পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কথা বলার অভিযোগ রয়েছে ওই সদ্য ২০ পার করা তরুণীর বিরুদ্ধে। সৌদিতে এর আগে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার ছবি পোস্ট করেও গ্রেফতার হয়েছিলেন এক তরুণী। এবার বোরখা না পরে প্রকাশ্যে আসার অভিযোগে গ্রেফতার হলেন আর একজন।