World

এসব হচ্ছেটা কি, এই প্রথম ধূধূ মরু প্রান্তর ঢাকল বরফের চাদরে

প্রবল গরম। চারিদিকে শুধু বালি আর বালি। হলুদ বালির মরুভূমিতে বৃষ্টির দেখাই মেলেনা। সেখানেই কিনা তুষারপাত। এই প্রথম তার বুকে তুষার দেখল এই মরু প্রান্তর।

পৃথিবীর আবহাওয়া যে কি দ্রুত বদলে যাচ্ছে তার ভয়ংকর সব ছবি ফুটে উঠছে নানা প্রান্তে। ঝড়, বৃষ্টি, তুষারপাত, গরম, ঠান্ডা সবই মাত্রা ছাড়া রূপ নিচ্ছে। যেমন সৌদি আরবের ধূধূ মরু প্রান্তর তুষারপাতে সাদা হয়ে গেছে।

যা নিয়ে বিজ্ঞানীরাও হতবাক। কারণ সৌদি আরব বললেই মানুষের চোখের সামনে ফুটে ওঠে তীব্র গরমে পুড়তে থাকা বালির ধূধূ প্রান্তর। যেখানে জীবনের দেখা মেলাই ভার। যেখানে বৃষ্টি অতি বিরল বস্তু।


সেই সৌদি আরবের আল-জৌফ-এর মরুভূমি ঢেকে গেছে সাদা বরফের চাদরে। এমন কাণ্ড এখানে এর আগে কখনও হয়নি। যেখানে বৃষ্টিই হয়না, শীত বলে কিছু নেই, সেখানে বরফ পড়বে! এটা ভাবনার অতীত।

সেখানে এমনভাবে বরফ পড়েছে যে অনেক জায়গায় বালি হারিয়ে গেছে বরফের তলায়। একটু আধটু জায়গা নয়। বহু দূর পর্যন্ত এই বরফের চাদর বিছিয়েছে।


শুধু তুষারপাত নয়, সৌদি আরবের অনেক জায়গায় প্রবল ঝড়বৃষ্টিও হয়েছে। এমন শুষ্ক স্থানে এটাও অস্বাভাবিক। এমনও হয়েছে যে অনেক জায়গায় অতি প্রবল বৃষ্টি হয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি।

তুষারপাতের ফলে শুকনো মরুভূমিতে কনকনে ঠান্ডা পড়েছে। স্থানীয় মানুষজন কিছুই বুঝতে পারছেন না তাঁরা যা দেখছেন তা সত্যি নাকি স্বপ্ন।

এমন দৃশ্যও তাঁরা সৌদি আরবে বসে দেখার সুযোগ পাবেন তা ভাবতেও পারেননি স্থানীয়রা। বরফের চাদরে ঢাকা পড়া সৌদি আরবের শুকনো বালির মরু অঞ্চলের ছবি ইন্টারনেটে রীতিমত হইচই ফেলে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button