Sports

ইতিহাসে নাম উঠবে ২০৩৪ সালে, পৃথিবীর নানা প্রান্তে তার উৎসব শুরু এখন থেকেই

এখনও ১০ বছর দেরি। তারপর ইতিহাসের পাতায় নাম উঠবে। কিন্তু অতদিন অপেক্ষা না করে এখন থেকেই তার উৎসব পালন শুরু হল বিশ্বের নানা প্রান্তে।

তারা যে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চলেছে তা এখন পরিস্কার হয়ে গেছে। আর তা পরিস্কার হওয়ার পর আর তর সইল না মরু রাষ্ট্রের। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল উৎসব পালন।

অবশ্যই ২০৩৪ সাল তাদের দেশের ইতিহাসে একটা সোনালি পর্ব যোগ করতে চলেছে। বিশ্ব ফুটবলের ইতিহাসে তারাই প্রথম এমন দেশ হতে চলেছে যারা বিশ্বকাপ ফুটবলে ৪৮টি রাষ্ট্রের লড়াই সংঘটিত করবে। ফলে একটি নয় একাধিক ইতিহাসের হাতছানি রয়েছে।


একটা দেশের, তো অন্যটা বিশ্ব ফুটবলের। কারণ ২০৩৪ সালেই প্রথম বিশ্বকাপ ফুটবলে ৪৮টি দেশ অংশ নেবে। সেভাবেই সাজানো হয়েছে ফরম্যাট।

সেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ফলে তারা অবশ্যই বিশ্বকাপ ফুটবলের প্রথম আয়োজক দেশ হতে চলেছে যারা ৪৮টি দেশের ফুটবল যুদ্ধের বদ্ধভূমি হবে।


২০৩৪ সালে তারা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে, এই সবুজ সংকেত পাওয়ার পরই লন্ডনের পিকাডিলি সার্কাস এবং দুবাই মলের বিখ্যাত ঝর্ণার সামনে বর্ণোজ্জ্বল উৎসবের আয়োজন করে ফেলে সৌদি আরব।

এতো গেল বিদেশের কথা। তার দেশের রিয়াধ সহ ৫টি স্থানে ঝলমলে উৎসবের মেজাজে মেতে ওঠে সৌদি আরব প্রশাসন। ১০ বছর পর যে আয়োজনের সুযোগ পেয়েছে তারা, তার উদযাপন শুরু হয়ে গেল এখন থেকেই।

প্রসঙ্গত সৌদি আরব একক দেশ হিসাবেই ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়েছে। সৌদির রিয়াধ, জেড্ডা, আল খোবার এবং আভা-র ফুটবল মাঠে খেলাগুলি আয়োজিত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button