World

৩৫ বছর পর ফের সৌদি আরবে খুলছে সিনেমা হলের দরজা

৩৫ বছরের রাহুগ্রাস থেকে মুক্তি। সিনেমা হল খুলছে সৌদি আরবে। সৌদি আরবের শাসক রাজপুত্র মহম্মদ বিন সলমন দেশকে বদলে ফেলতে উৎসাহী। সময়ের সাথে চলতে চাইছেন তিনি। তাই দেশের আমূল বদলকে মাথায় রেখে ‘ভিশন ২০৩০’ তৈরি করেছেন। সংস্কৃতি জগতেও আধুনিকতার ছোঁয়া দিতে চাইছেন রাজপুত্র। মূলত তাঁর উদ্যোগেই এতদিনের নিষেধাজ্ঞার করালগ্রাস থেকে মুক্তি পাচ্ছে সিনেমা হল।

২০১৮ সালের মার্চ মাসেই সৌদি আরবে প্রথম সিনেমাটি প্রদর্শিত হবে বলে মনে করা হচ্ছে। সে দেশে মহিলাদের গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া বা ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মত একগুচ্ছ আধুনিক মনস্ক পদক্ষেপে ইতিমধ্যেই সে দেশে জনপ্রিয় হয়ে উঠেছেন রাজপুত্র সলমন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button