সৌদি আরবের পশ্চিমপ্রান্ত জুড়েই রয়েছে লোহিত সাগর। লোহিত সাগরের ওপর সৌদি আরবের সবচেয়ে বড় বন্দর জেড্ডা। সেখান থেকেই রওনা দিয়েছিল একটি সুবিশাল তেলের ট্যাঙ্কার। জাহাজে ২টি তেল ভর্তি ট্যাঙ্ক ছিল। শুক্রবার স্থানীয় সময় ভোরে জাহাজটি জেড্ডা বন্দর থেকে ৬০ মাইল দূরে লোহিত সাগরের ওপর দিয়ে ভেসে চলেছিল। সেই সময় কিছু সময়ের ব্যবধানে ২টি বিস্ফোরণ হয় জাহাজে। ২টিই ক্ষেপণাস্ত্র হানা বলে মনে করা হচ্ছে।
প্রথম বিস্ফোরণ হয় ভোর ৫টায়। দ্বিতীয় বিস্ফোরণ হয় ৫টা ২০তে। ২০ মিনিটের ব্যবধানে ২টি বিস্ফোরণে জাহাজে হৈচৈ পড়ে যায়। বিস্ফোরণে জাহাজের ব্যাপক ক্ষতি হয়। ২টি তেলের ট্যাঙ্কেই ছিদ্র তৈরি হয়। সেখান থেকে তেল ছড়াতে থাকে। তেল ছড়িয়ে জলেও পড়ে। যদিও জাহাজের কর্মীদের চেষ্টায় সেটি কিছু পরে নিয়ন্ত্রিত হয়। তেল ছড়ানো বন্ধ হয়।
সৌদি প্রশাসন অবশ্য এ নিয়ে মুখ খোলেনি। তবে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এটি ক্ষেপণাস্ত্র হানা। ২টি ক্ষেপণাস্ত্রই ছোঁড়া হয় এই ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে। এটা সন্ত্রাসবাদীদের কাজ বলেও মনে করা হচ্ছে। যদিও এটা এখনও পরিস্কার নয় কারা এই কাজের পিছনে রয়েছে। এদিকে এত বড় মাপের ২টি বিস্ফোরণে জাহাজের ব্যাপক ক্ষতি হলেও জাহাজের কারও কোনও ক্ষতি হয়নি। হতাহতের খবর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা