
প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা খেল ভারত। অস্ট্রেলিয়ার খবরের কাগজে ফাঁস হয়ে গেল ভারতের স্করপিন সাবমেরিনের গোপন নথি। জলের তলায় নজরদারি চালানোয় স্করপিন সাবমেরিনের জুড়ি নেই। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে জলের তলায় ঘুরে যাবতীয় তথ্য জোগাড়ের সময় এর উপস্থিতি কেউ বুঝতে পারবে না। কোনও যন্ত্রে এর উপস্থিতি ধরা পড়া কার্যত দুঃসাধ্য। এমন এক ডুবোজাহাজের খুঁটিনাটি নিয়ে ২২ হাজার পাতার নথি ফাঁস হয়েছে বলে মনে করছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। কীভাবে এসব নথি ফাঁস হয়ে অস্ট্রেলিয়ার খবরের কাগজের হাতে গেল তা জানতে ইতিমধ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষকর্তাদের কাছে জবাবদিহি তলব করেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। স্করপিনের নকশা তৈরি করেছিল ফ্রান্সের একটি সংস্থা। সেই নকশা মেনে মুম্বইয়ের মজেগাঁও জাহাজঘাটায় ৩৫০ কোটি মার্কিন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে ৬টি স্করপিন সাবমেরিন। এর নেভিগেশন থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত দিক প্রকাশ হয়ে পড়া ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য ভয়ংকর বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ধারণা, ডুবোজাহাজটির প্রযুক্তিগত কোনও তথ্য এদেশ থেকে ফাঁস হয়নি। বিদেশ থেকেই কোনওভাবে এসব অতি গোপন তথ্য প্রকাশ্যে এসেছে।