Lifestyle

বর কনেকে ছুঁড়ে মারা হয় পচা ডিম, এঁটো খাবার, এটাই প্রথা

বরকনেকে ছুঁড়ে মারা হয় পচা ডিম, এঁটো খাবার, খারাপ হয়ে যাওয়া দুধ এবং এমন অনেক নোংরা। এটাই এখানে বিয়ের রীতি।

বিয়েতে এক এক বাড়ির নিয়মে এদিক ওদিক থাকে। আর আঞ্চলিক স্তরে তো এদিক ওদিক থাকেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথা। আলাদা আলাদা বিয়ের আচার অনুষ্ঠান। তবে যেখানে যা মানা হয় চেষ্টা হয় সময়ের সঙ্গে সঙ্গে সেগুলিকে ধ্বংস না করে দিয়ে সেগুলিকে জিইয়ে রাখা।

প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই চেষ্টাই চলতে থাকে। এমনই এক প্রথা এটি। শুনলে গা ঘিনঘিন করতে পারে। কিন্তু এটা এখনও মানেন স্কটল্যান্ডের বহু মানুষ।


তাঁদের বিয়ের অনুষ্ঠানের এটি একটি অঙ্গ। যেখানে বর ও কনেকে একটি জায়গায় দাঁড় করানো হয়। তারপর পরিবার, বন্ধুবান্ধবরা তাঁদের দিকে পচা ডিম ছুঁড়তে থাকেন।

শুধু কি পচা ডিম! সেইসঙ্গে উড়ে আসতে থাকে এঁটো খাবার, পচে যাওয়া দুধ, সস এবং মাছ। ২ জনের সারা গা মাখামাখি হয়ে যায় এসব নোংরায়। তীব্র উৎকট গন্ধ বার হতে থাকে বর কনের শরীর থেকে। এ যেন বরকনেকে একসঙ্গে ব়্যাগিং করা।


এমন এক আজব প্রথা এতদিন ধরে চলে আসার কারণ কি? কারণ রয়েছে। স্কটল্যান্ডের মানুষজন বিশ্বাস করেন এই নোংরাও যদি বরকনে একসঙ্গে সহ্য করে নিতে পারেন তাহলে তাঁরা সারা জীবনে যে কোনও কঠিন পরিস্থিতি একসঙ্গে সামাল দিতে পারবেন। এই বিশ্বাস থেকেই আজও বেঁচে আছে আপাত দৃষ্টিতে এই নোংরা ছোঁড়া প্রথা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button