World

পৃথিবীর ক্ষুদ্রতম রাস্তা এটি, পুরো রাস্তাটি ৬ ফুট ৯ ইঞ্চির

একটি রাস্তা এটি। দস্তুরমত একটি নাম রয়েছে রাস্তার। যেমন অন্য রাস্তার থাকে। এটিই পৃথিবীর ক্ষুদ্রতম রাস্তা। পুরো রাস্তাটি ৬ ফুট ৯ ইঞ্চির।

একটা রাস্তা সম্বন্ধে ধারনা সকলেরই রয়েছে। সে রাজপথ হতে পারে, ছোট রাস্তা হতে পারে, গলি হতে পারে। কিন্তু তার একটা দূরত্ব থাকে। একটা নাম থাকে। ঠিকানা বোঝাতে রাস্তার নাম গুরুত্বপূর্ণ। রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। যানবাহনেরও পথ।

কিন্তু বিশ্বে এমনও একটি রাস্তা রয়েছে যা পার হওয়াটা পলক ফেলার অপেক্ষা। এই শুরু হয়েই শেষ। হবে নাই বা কেন! রাস্তাটা পুরোটা নিয়ে ৬ ফুট ৯ ইঞ্চি।


অবাক লাগতে পারে। কিন্তু এমন রাস্তা রয়েছে। যা শহরের পুরসভার খাতায় একটি রাস্তা। একটি নাম রয়েছে। ইবেনজার প্লেস নামে এই রাস্তাটি আদপে একটি হোটেলের পিছনের অংশ।

১৮৮৬ সালে এটি রাস্তার মর্যাদা পায়। ২টি রাস্তা এসে হোটেলের কোণায় মিশেছে। এই ২টি রাস্তার যোগসূত্র হল ইবেনজার প্লেস। তাই সেটিও রাস্তা হয়ে যায়।


এই সামান্য ৬ ফুট ৯ ইঞ্চির রাস্তা আদপে ২টি রাস্তাকে জুড়েছে। এই আজব ছোট্ট রাস্তা রয়েছে স্কটল্যান্ডের শহর উইক-এ। যা দেখতে বহু মানুষ ভিড় জমান। অবাক হয়ে যান রাস্তার বহর দেখে।

দেখে মনে হবে যেন হোটেল থেকে বার হওয়ার দরজার সামনের অংশ। উইক শহরের অন্যতম আকর্ষণ কিন্তু এই ক্ষুদ্রতম রাস্তা। যা এখন বিশ্বের ক্ষুদ্রতম রাস্তার সম্মান পেয়েছে। এত ছোটও যে রাস্তা হতে পারে সেটা স্বচক্ষে না দেখে অনেকেই বিশ্বাস করতে পারেননা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button