পাখিদের জন্য এই দেশে বেড়াল পোষা কি বন্ধ হচ্ছে, কীভাবে স্বস্তি পেলেন বেড়ালপ্রেমীরা
সে দেশে বেড়াল পোষা বন্ধ হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে রীতিমত দুশ্চিন্তায় বাসিন্দারা। পাখি থেকে শুরু। তাতেই এই বিষয়টি নিয়ে আলোড়ন মাথা চাড়া দেয়।
![Cat](https://www.nilkantho.in/wp-content/uploads/2025/02/cat.jpg)
বাড়িতে বেড়াল পোষা অনেকেরই শখের মধ্যে পড়ে। কিছু বেড়ালও এতে যত্নে জীবন কাটানোর সুযোগ পায়। কিন্তু যদি কোনও দেশের সরকার জানিয়ে দেয় বেড়াল পোষা সে দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে।
এতে সকলের ওপর প্রভাব না পড়লেও যাঁরা বাড়িতে বেড়াল পুষে থাকেন, তাঁদের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়। তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন। স্কটল্যান্ডে এই নিয়েই শুরু হয়েছিল তোলপাড়।
ইন্ডিপেন্ডেন্ট স্কটিশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার কমিশন-এর একটি রিপোর্ট দাবি করে যে প্রতিবছর পোষা বেড়ালদের শিকার হচ্ছে ২ কোটি ৭০ লক্ষ পাখি। এদের মধ্যে অনেক বিরল প্রজাতির পাখিও রয়েছে।
এভাবে পাখি নিধন বন্ধ করতে বেড়াল পোষার ওপর নিয়ন্ত্রণের দাবি তোলে সংস্থা। বিশেষত স্কটল্যান্ডের যেখানে যেখানে বিরল প্রজাতির পাখির সংখ্যা বেশি, সেখানে সেখানে বেড়াল পোষা বন্ধ করানোর প্রস্তাব দেয় তারা।
এরপর থেকেই স্কটল্যান্ডে বেড়াল পোষা বন্ধ হয়ে যাচ্ছে বলে একটি খবর ছড়িয়ে পড়তে থাকে। যা নিয়ে চাঞ্চল্যেরও সৃষ্টি হয়। এরপরই সে দেশের সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয় এমন কোনও কিছু হচ্ছেনা।
সরকার কোনও বেড়াল পেষার ওপর নিষেধাজ্ঞা জারি করছেনা। সরকারের যে বেড়াল পোষা বা বেড়ালে কোনও রকম নিষেধাজ্ঞা জারির কোনও পরিকল্পনা নেই তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। সরকারের তরফে একথা জানার পর স্কটল্যান্ডের বেড়ালপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা