নিজে হাতে সামোসা বানালেন প্রধানমন্ত্রী
তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মাথায় রেখে সামোসা বানিয়ে তাক লাগালেন স্কট মরিসন।
ক্যানবেরা : আগামী ৪ জুন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৈঠক হবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। তার আগে ভারতের আম জনতার অন্যতম পছন্দের জলখাবার সামোসা বনিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। সিঙ্গারা গোত্রের এই খাবারটি গোটা দেশেই যথেষ্ট জনপ্রিয়। কিন্তু তা ভারতে। অস্ট্রেলিয়ায় নয়। তাও আবার নিরামিষ খাবার! তেমন খাবার যে স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজে হাতে বানিয়ে ফেলবেন তা চমকপ্রদ বৈকি!
অজি প্রধানমন্ত্রী ট্যুইট করে নিজেই জানিয়েছেন সামোসা বানানোর কথা। এটাও জানিয়েছেন যে তিনি এই সামোসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভাগ করে নিতে চান। শুধু সামোসাই নয়। সামোসা দিয়ে খাওয়ার জন্য আমের চাটনিও বানিয়েছেন তিনি। সামোসা ও চাটনি প্লেটে সাজিয়ে তা নিয়ে একটি হাসিমুখে ছবিও পোস্ট করেছেন মরিসন।
মরিসন লিখেছেন মোদী নিরামিষাশী। তাই তিনি এগুলো তাঁর সঙ্গে ভাগ করে নিতে চান। মরিসন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ২৭ হাজার লাইক পড়েছে তাতে। সকলেই হতবাক মরিসনের এই বিশেষ গুণের জন্য। যে সামোসার ছবি তিনি পোস্ট করেছেন তা নেহাতই পাকা হাতের কাজ। সকলেই মরিসনের এই রান্নার গুণের তারিফ করেছেন। তাও আবার নেহাতই ভারতের একটি জনপ্রিয় খাবার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা