Kolkata

একা ডেঙ্গিতে রক্ষা নেই, স্ক্রাব টাইফাস দোসর!

ডেঙ্গির দৌরাত্ম্যের মধ্যেই ফের থাবা বসাল স্ক্রাব টাইফাস। যাতে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছে এক শিশু। বেশ কয়েক বছর স্ক্রাব টাইফাসের উপদ্রব দেখা যায়নি। স্ক্রাব টাইফাসের লক্ষণগুলো অনেকটা ডেঙ্গির মতই। চিকিৎসকরা জানাচ্ছেন, এতেও জ্বর আসে। তা হুহু করে বাড়তে থাকে। গায়ে কিছু লাল দাগও দেখা যায়। সাধারণত স্ক্রাব টাইফাস শিশুদেরই বেশি হয়। তবে উপযুক্ত চিকিৎসা থাকায় এ থেকে ভয়ের কিছু নেই। চিকিৎসকেরা আরও জানিয়েছেন, শহরে এই রোগ তেমন দেখা যায়না। গ্রামাঞ্চল বা পাহাড়ি এলাকায় মাইট নামে এক ধরণের পোকার কামড় থেকে এই রোগ ছড়ায়। স্যাঁতস্যাঁতে জায়গা, জলা জায়গা, খড়ের গাদা, ঝোপ জঙ্গল মাইটদের স্বর্গরাজ্য। ফলে এসব থাকলে স্ক্রাব টাইফাসের সম্ভাবনা বাড়ে। তবে শহরেও এক শিশুর মধ্যে এই রোগ দেখা যাওয়ার পর কলকাতা পুরসভা কোনও ঝুঁকি নিচ্ছে না। ডেঙ্গির পাশাপাশি পুরসভার তরফে স্ক্রাব টাইফাস সম্বন্ধেও মানুষকে সচেতন করার উদ্যোগ শুরু হচ্ছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button