লাল নয়, হলুদ রক্ত বইছে এ প্রাণির শরীরে
রক্তের রং জিজ্ঞেস করলে একটি ছোট্ট বাচ্চাও বলে দেবে লাল। কিন্তু এ বিশ্বে ব্যতিক্রমের অভাব নেই। যেমন রক্তের রং হলুদও হয়।
মানুষের রক্তের রং কি জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবেন লাল। এমনকি অন্য যেকোনও চেনা পরিচিত প্রাণির রক্তই লাল। রক্তের রং লাল হয় এটা স্বাভাবিক। কিন্তু রক্তের রং কি শুধু লালই হয়? তা কিন্তু নয়। যেমন হলুদ রক্ত বইছে শরীরে এমন প্রাণিও রয়েছে। কেন রক্তের রং হলুদ হয়?
এদের রক্তে হলুদ ভ্যানাডিয়াম সম্পন্ন পিগমেন্ট থাকে। এই পিগমেন্টকে বলা হয় ভ্যানাবিন। যা অত্যন্ত ঘন হয়ে শরীরে অবস্থান করে। এই ভ্যানাবিন তার হলুদ রং দিয়ে রক্তকে হলুদ করে দেয়। লাল নয়।
এখন প্রশ্ন হল কাদের রক্তের রং হলুদ হয়? টিউনিকেট, সিপানকিউলিড-এর মত সামুদ্রিক পোকাদের শরীরে হলুদ রক্ত বইছে। এছাড়া সমুদ্রের শসা বলে খ্যাত সি কিউকাম্বারদের শরীরে বইছে হলুদ রক্ত।
সমুদ্রের শসা নাম হলেও তা শসার মত কোনও ফল নয়। বরং একটি প্রাণি। যা আবার বিশ্বের কয়েকটি জায়গায় খাওয়ারও চল রয়েছে। এটি দিলে খাবার একটু পিচ্ছিল হয়।
এই সি কিউকাম্বার-এর শরীরেও রয়েছে একই পিগমেন্ট। যা তাদের রক্তের রংকে হলুদ করে। রক্তের রং হলুদ বললে তাই অবিশ্বাস করার দরকার নেই। কারণ সত্যিই হলুদ রক্তের প্রাণি এই পৃথিবীতে বিরাজ করছে।
তবে যে হাতেগোনা প্রাণির দেহে হলুদ রক্ত দেখা যায় তাদের অধিকাংশই সমুদ্রের জলে বাস করে। যাদের সঙ্গে মানুষের সাক্ষাৎ সাহচর্য বড় একটা নেই।