SciTech

পৃথিবীতে এমন প্রাণিও আছে যারা পিতার গর্ভে জন্ম নেয়

পৃথিবীতে ব্যতিক্রমও যেন এক রীতি। পৃথিবীতে অনেক কিছুই প্রাণিজগতের প্রচলিত প্রক্রিয়ার বিপরীতে হাঁটে। এমন প্রাণিও আছে যারা বাবার গর্ভে জন্ম নেয়।

পৃথিবীতে প্রাণিজগৎ সৃষ্টির পর একটি জাগতিক রীতি চলেই আসছে। নারী পুরুষের মধ্যে নারীর গর্ভেই সন্তানের জন্ম হয়। সে সরাসরি সন্তান প্রসব হোক বা ডিম পাড়া, তা মায়ের কাজ। বাবার নয়।

কিন্তু সেই চেনা ছকেরও বৈপরীত্য আছে। যেখানে পুরুষরা সন্তানের জন্ম দেয়। যদিও তা একটি প্রকারের প্রাণিদের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। তবে এটাও রয়েছে। এটাও সম্ভব।


সমুদ্রের জলে নানাধরনের প্রাণি ঘুরে বেড়ায়। তারমধ্যে একটি হল সিহর্স। অনেকটা ঘোড়ার মুখের মত দেখতে একধরনের সামুদ্রিক প্রাণি। এদেরই পরিবারের সদস্য সিড্রাগন। এমনকি তাদেরই পরিবারের সদস্য পাইপফিশ। এদের পুরুষরাই সন্তানের জন্ম দেয়।

সিহর্সের সন্তান প্রসবের ধরনটাও বেশ চমকপ্রদ। এদের নারী ও পুরুষের মিলনে যে ডিম তৈরি হয় তা স্ত্রী গর্ভেই হয়। ডিম তৈরি হলেই স্ত্রী সিহর্সরা পুরুষ সিহর্সদের লেজের কাছে থাকা একটি পকেটে সেই ডিম ঢুকিয়ে দেয়।


এবার সেই ডিম আস্তে আস্তে শাবক সিহর্সের রূপ নিতে থাকে। ২০ থেকে ৩০ দিন লাগে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে। তারপর পুরুষ সিহর্সরা শাবক সিহর্সদের তাদের লেজের সেই পকেট থেকে জলে ছেড়ে দেয়।

একসঙ্গে ১ হাজারের ওপর এমন সিহর্স তৈরি হয় পুরুষদের সেই পকেটে। জীবজগতে একমাত্র এরাই এমন প্রাণি যাদের পুরুষরা সন্তানের জন্ম দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button