যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হল ২৫ বছরের ঝকঝকে অভিনেত্রীর দেহ। এই বয়সেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। টিভি সিরিয়াল থেকে ওয়েব সিরিজ, কাজ পাচ্ছিলেন, কাজ করছিলেন। করছিলেন বিজ্ঞাপনের কাজও। কেরিয়ার গ্রাফ উপরের দিকেই যাচ্ছিল। সেখানে আচমকাই থেমে গেল লড়াই। নিজেকে শেষ করে দেওয়ার মত চরম পদক্ষেপ নিলেন তিনি। গত শুক্রবার মুম্বইয়ের মীরা রোডে তাঁর ফ্ল্যাট থেকে সেজল শর্মার দেহ উদ্ধার করে পুলিশ।
স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক দিল তো হ্যাপি হ্যায় জি-তে তিনি অভিনয় করছিলেন। দর্শকদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছিলেন। বিজ্ঞাপনের কাজ করছিলেন। একই সঙ্গে আজাদ পরিন্দে নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন সেজল। রাজস্থানের উদয়পুরের মেয়ে সেজল মুম্বইতে এসেছিলেন ভাগ্য পরীক্ষা করতে। সেই লড়াইয়ে তিনি এগিয়েও যাচ্ছিলেন।
পুলিশ জানাচ্ছে, সেজলের নিজেকে শেষ করে দেওয়ার পিছনে একান্তই ব্যক্তিগত কোনও কারণ লুকিয়ে আছে। যা তদন্ত সাপেক্ষ। উদয়পুর থেকে ২০১৭ সালে মুম্বই আসেন সেজল শর্মা। তারপর এখানে নিজের জায়গা করে নেওয়ার কঠিন লড়াই শুরু করেন। সেজলের মৃত্যুতে তাঁর সহকর্মীরা অনেকেই হতবাক এবং শোকাহত। এত কম বয়সে এভাবে সেজলের মৃত্যুর পথ বেছে নেওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা