Sports

মুকুট হারিয়ে আম্পায়ারকে চোর বলে প্রবল বিতর্কে সেরেনা

ইউএস ওপেনের ফাইনালে পরাজয় কী মেনে নিতে পারলেন না মহিলা টেনিসের অন্যতম উজ্জ্বল তারকা সেরেনা উইলিয়ামস? প্রশ্ন উঠছে। কারণ শনিবার তিনি ৬-২, ৬-৪ সেটে হেরে যান জাপানের নাওমি ওসাকার বিরুদ্ধে। দ্বিতীয় সেটে আচমকাই সকলকে অবাক করে ব়্যাকেট আছড়ে ফেলেন সেরেনা। তারপর তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে। ফরাসি আম্পায়ার কার্লোস রামোসকে সরাসরি মিথ্যাবাদী ও চোর বলে চিৎকার করে সম্ভাষণ করেন তিনি। টেনিস দুনিয়ায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এমন এক তারকা খেলোয়াড়কে এভাবে এভাবে ফেটে পড়তে দেখে দর্শকরাও অবাক হয়ে যান। পরে অবশ্য বিষয়টাকে ঘোরানোর জন্য সেরেনা সাফাই দেন তিনি মহিলাদের অধিকারের জন্য লড়ছিলেন। সেরেনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি খেলা চলাকালীন কোচের সঙ্গে ইশারায় আলোচনা করছিলেন।

তবে সেরেনা যতই পরে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুননা কেন তাতে টেনিস দুনিয়া কিন্তু ভিজছে না। ইতিমধ্যেই তাঁর আম্পায়ারের সঙ্গে ব্যবহার নিয়ে ছিছি পড়ে গেছে। এদিকে এসবের মধ্যে কিছুটা হলেও চাপা পড়েছে জাপানের নাওমি ওসাকার কৃতিত্ব। প্রথমত তিনিই হলেন জাপানের টেনিস তারকা যিনি এককভাবে প্রথম দেশের হয়ে কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতে এনে দিলেন। অন্যদিকে হারালেন সেরেনা উইলিয়ামসের মত তারকাকে। তাও আবার স্ট্রেট সেটে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button