স্তন ক্যানসারে সারা পৃথিবী জুড়ে মহিলারা আক্রান্ত হচ্ছেন। এমন নয় যে পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের ঘটনা ঘটেনা। তবে সংখ্যায় অনেক কম। স্তন ক্যানসারের শিকার সবচেয়ে বেশি মহিলারাই। বিশেষজ্ঞদের মতে এ ব্যাপারে মেয়েদের একটু সচেতন হওয়া দরকার। মহিলারা যদি নিজেরা নিয়মিত নিজেদের স্তন পরীক্ষা করেন তবে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ চোখে পড়েছে। এগিয়ে এসেছেন সেলেব্রিটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিখ্যাত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
স্তন ক্যানসার সম্বন্ধে সচেতনতা বাড়াতে একটি মিউজিক ভিডিওতে উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় গান গেয়েছেন তিনি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেরেনা নিজেই এটি ইন্সটাগ্রামে পোস্ট করেন। যেখানে দেখা গেছে প্রথমে তাঁর মুখ ভেসে উঠেছে। তারপর শেষের দিকে ক্রমশ ওয়াইডে গিয়ে ফুটে উঠেছে তাঁর নিজের হাত দিয়ে ঢেকে রাখা তাঁর অনাবৃত স্তন।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য চিহ্নিত করা হয়েছে অক্টোবর মাসকে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আই টাচ মাইসেলফ’। এই প্রকল্প অনুযায়ী মহিলারা যাতে নিজের স্তন নিজেরাই নিয়মিত পরীক্ষা করেন সে ব্যাপারে তাঁদের আরও সচেতন করতে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এতে সেরেনা গেয়েছেন ৯০ দশকের জনপ্রিয় গান আই টাচ মাইসেলফ। গানটি গেয়েছিলেন গায়িকা ক্রিসি অ্যাম্পোলেট। ২০১৩ সালে ৫৩ বছর বয়সে স্তন ক্যানসারেই মৃত্যু হয় তাঁর।