এবার থেকে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে বিল পে করার সময় সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর গ্রাহকরা চাইলে দেবেন, নয়তো নয়। পুরোটাই তাঁর ইচ্ছের ওপর নির্ভর করবে। ওই অর্থ প্রদানে রেস্তোরাঁ তাঁকে বাধ্য করতে পারবে না। এখন ৫ শতাংশ থেকে ২০ শতাংশ, রেস্তোরাঁগুলো ইচ্ছেমত পরিষেবা কর বিলে যোগ করে দেয়। যা নিয়ে প্রবল অসন্তোষ দানা বাঁধছিল। কারণ রেস্তোরাঁর পরিষেবা গ্রাহকদের ভাল নাও লাগতে পারে। তা সত্ত্বেও তাঁদের কাছ থেকে এই কর আদায় করছিল রেস্তোরাঁগুলি। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকে এই সংক্রান্ত অভিযোগও জমা পড়ছিল। এবার মন্ত্রক জানিয়ে দিল ক্রেতা চাইলে এই কর দেবেন। তাঁকে জোর করতে পারবেনা রেস্তোরাঁ। বরং জোর করলে রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে মন্ত্রক। রেস্তোরাঁগুলিকে পরিষেবা কর সংক্রান্ত নির্দেশ গ্রাহকদের নজরে পড়ার মত জায়গায় টাঙিয়েও রাখতে হবে।