
এসএসকেএম হাসপাতালে রাতভর ধুন্ধুমারের পর মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রোগীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, কর্মী নিয়োগে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এসএসকেএম চত্বর। অভিযোগ বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ করে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন রোগীর আত্মীয় পরিজনেরা। পাল্টা জুনিয়র ডাক্তাররাও তাদের ওপর চড়াও হন। লাঠি হাতে বাইরে বেরিয়ে ডাক্তারদের বেশ কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। হাসপাতালের মধ্যে থেকে মারমুখী জনতাকে শাসাতেও দেখা যায় জুনিয়র ডাক্তারদের। মৃত রোগীর ৩ আত্মীয়কে ওয়ার্ডেই আটকে রাখেন তাঁরা। ভোরের দিকে ভবানীপুর থানার পুলিশ এসে ওই ৩ জনকে আটক করে। যদিও জুনিয়র চিকিৎসকদের দাবি, এদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা হলে তাঁরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন। পাল্টা মৃতের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই ৩ জনকে গ্রেফতার করা হলে তাঁরা দেহই হাসপাতাল থেকে নিয়ে যাবেন না। এই নিয়ে চাপানউতোরের মধ্যেই পুলিশ আটক ৩ জনকে গ্রেফতার করে। পরে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সংযত হওয়ার বার্তা দেন তিনি।