Kolkata

আগুনের গ্রাসে এসএসকেএম

রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল এসএসকেএমে আগুন লেগে আতঙ্ক ছড়াল সোমবার। আগুন লাগে রোনাল্ড রস বিল্ডিংয়ের ৬ তলার লাইব্রেরিতে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গলগল করে বেরিয়ে আসতে থাকে কালো ধোঁয়া। আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর পরিবারের লোকজনের মধ্যে। দ্রুত ফাঁকা করে দেওয়া হয় ওই বিল্ডিংয়ের সব ওয়ার্ড। অস্থিরোগ ও প্লাস্টিক সার্জারি বিভাগ রয়েছে এখানে। সেখান থেকে নার্সরাই তৎপরতার সঙ্গে রোগীদের বার করে আনেন। আগুনে কোনও রোগী বা হাসপাতাল কর্মী আহত হননি।

খবর পাওয়ার পরই দ্রুত এসএসকেএমে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুন লেগেছে না লাগানো হয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্ত করবে কলকাতা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। এছাড়া এদিনই হাসপাতাল চত্বরে একটি নির্দিষ্ট এলাকা দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই সম্ভবত আগামী মঙ্গলবার থেকেই রাখা থাকবে দমকলের ২টি ইঞ্জিন ও ল্যাডার। যাতে হাসপাতালের কোথাও আগুন লাগলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হয়। প্রাথমিক ধাক্কা সামলে দিতে পারলে ততক্ষণে দমকলের আরও ইঞ্জিন হাসপাতালে এসে পড়বে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাসপাতালে হাজির হন মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতার মেয়র ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এদিন খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন আয়ত্তে এনে ফেলেন দমকলকর্মীরা। হাজির হয় দমকলের ১৯টি ইঞ্জিন। এদিন যে তৎপরতায় দমকল পুরো অবস্থা সামলেছে তার প্রশংসা করেছেন হাসপাতালে উপস্থিত রোগী ও রোগীর আত্মীয়-পরিজনেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button