Kolkata

রোগী মৃত্যু ঘিরে ফের কলকাতার হাসপাতালে ধুন্ধুমার

রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে রোগীর আত্মীয়দের তুলকালাম নতুন নয়। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এসএসকেএম হাসপাতালে। তবে এক্ষেত্রে চিকিৎসকেরা আক্রান্ত হননি। আক্রান্ত হন এক নিরাপত্তারক্ষী। পাল্টা নিরাপত্তারক্ষীরাও জোটবদ্ধ হয়ে চড়াও হন রোগীর আত্মীয়দের ওপর। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। সাঁতরাগাছির বাসিন্দা এক ৬৯ বছরের বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর আত্মীয় পরিজনেরা।

হৃদরোগে আক্রান্ত ওই বৃদ্ধকে জরুরি বিভাগে দেখানোর পর তাঁকে অবিলম্বে কার্ডিওলজি বিভাগে নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। কিন্তু রোগীর পরিবারের অভিযোগ ওই বৃদ্ধকে নিয়ে যাওয়ার জন্য যে ট্রলি স্ট্রেচার হয়, তা চেয়ে চেয়েও পাওয়া যায়নি এক নিরাপত্তারক্ষীর কাছে। তাঁকে বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি তিনি ট্রলির বন্দোবস্ত করে দেননি। এরমধ্যেই ওই বৃদ্ধের ফের অ্যাটাক হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রোগীর পরিবার অভিযোগ করে ঠিক সময়ে ট্রলি পেলে ওই বৃদ্ধকে সঠিক সময়ে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া সম্ভব হত। তাতে হয়তো তিনি বেঁচে যেতে পারতেন।


এরপরই এক নিরাপত্তারক্ষীর ওপর চড়াও হন তাঁরা। ওই নিরাপত্তারক্ষীকে মার খেতে দেখে অন্য নিরাপত্তারক্ষী পাল্টা রোগীর আত্মীয়দের ওপর ঝাঁপিয়ে পড়েন। ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পুলিশ এসে রোগীর পরিবারের ২ জনকে আটক করে। পুলিশি হস্তক্ষেপে তখনকার মত অবস্থা শান্ত হয়। এদিকে আহত নিরাপত্তারক্ষীর চিকিৎসা শুরু হয় হাসপাতালেই। তাঁদের নিরাপত্তার দাবিতে সরব হন নিরাপত্তারক্ষীরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button