রোমান্টিক হিরো হতে চাননি, কি হতে চেয়েছিলেন জানালেন শাহরুখ খান
তাঁর পর্দায় ফেরা দেখতে এখন মুখিয়ে আছেন তাঁর ভক্তরা। তবে তিনি কখনওই রোমান্টিক হিরো হতে চাননি। কি হতে চেয়ে তাঁর বলিউডে আসা জানালেন শাহরুখ খান।
বলিউডে ৩২ বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। ডিডিএলজে হোক বা রাজু বন গয়া জেন্টলম্যান এবং একের পর এক সুপারহিট সিনেমা। শাহরুখ খান একজন রোমান্টিক হিরো হয়ে সকলের মন জয় করে নেন।
রোমান্টিক হিরো হিসাবে তিনি চরম সফলও। কিন্তু তিনি কখনওই রোমান্টিক হিরো হতে চাননি। শাহরুখ খান নিজেই জানিয়েছেন, তিনি কখনওই রোমান্টিক হিরো হতে বলিউডে আসেননি।
কিন্তু তিনি যা হতে চেয়েছিলেন তা তাঁর হাতে আসেনি। বরং বলিউড তাঁকে রোমান্টিক হিরো বানিয়ে দেয়। যা নিয়ে অবশ্য তাঁর কোনও আক্ষেপ নেই। শাহরুখ খান রোমান্টিক হিরো না হয়ে কি হতে চেয়েছিলেন?
শাহরুখ খান যশ রাজ ফিল্মস-এর প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন, তিনি বলিউডে এসেছিলেন অ্যাকশন হিরো হতে। তাঁর স্বপ্ন ছিল যে তিনি অ্যাকশন হিরো হবেন। কিন্তু তা বলিউডে পা দিয়ে সফল হয়নি। বরং তাঁকে ধরে পাকড়ে রোমান্টিক হিরো বানিয়ে দেওয়া হয়।
দীর্ঘ ৪ বছর সিনেমা থেকে দূরে থাকার পর বলিউডের বাদশা ফিরছেন ‘পাঠান’ সিনেমায়। এতদিন পর তাঁকে দেখতে তাঁর ভক্তরা মুখিয়ে আছেন। এই সিনেমায় শাহরুখ একজন গুপ্তচর। সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম।
পাঠান অবশ্য মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে একটি গানের দৃশ্যায়নকে সামনে রেখে। তবে সব কিছু মুছে এখন গোটা দেশ মুখিয়ে আছে পাঠান দেখার অপেক্ষায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা