রিল লাইফে একের পর এক আইকনিক দৃশ্যে ট্রেনে সওয়ার শাহরুখ খান। কখনও দিলওয়ালে দুলহানিয়ায় কাজলকে হাত বাড়িয়ে তুলে নিচ্ছেন চলন্ত ট্রেনে। কখনও বা চেন্নাই এক্সপ্রেসের সিনেমায় ভুল ট্রেনে উঠে বিভ্রাটের শিকার হয়ে হুলুস্থুলু কাণ্ডে জড়িয়ে পড়ছেন তিনি। কখনও বা পাহাড়ি রাস্তায় স্টিম ইঞ্জিনে টানা ট্রেনের কামরার ছাদে ছাঁইয়া, ছাঁইয়া নাচ। কিন্তু রিল লাইফে যাঁকে এতবার এতভাবে মানুষ দেখেছেন তিনি রিয়েল লাইফে হাতে গুনে ট্রেনে চড়েছেন। শেষ কবে চড়েছিলেন মনে নেই। তবে এবার চড়লেন তাঁর রিলিজ হতে চলা সিনেমার প্রচারে।
মুম্বই টু দিল্লি। রিয়েল ট্রেন, রিয়েল সফর। একরাতের জার্নিতে সফরসঙ্গী সিনেমার প্রযোজক, পরিচালকও। মাঝে ৯টি স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবির প্রচার। আর তাঁকে দেখতে প্ল্যাটফর্মে হাজারো মানুষের ভিড়। সেই ভিড়ে রক্তমাংসের শাহরুখকে সামনে থেকে দেখে মানুষের উল্লাসের ফাঁকে ঘটে গেছে দুর্ঘটনাও।
গত সোমবার মুম্বই থেকে অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে চেপে বসেন শাহরুখ খান। উপলক্ষ আগামী বুধবার রিলিজ হতে চলা বহু প্রতীক্ষিত রইস সিনেমার প্রচার। সেই প্রচারে ট্রেন যখন গুজরাটের ভদোদরা স্টেশনে থামে তখন রাত সাড়ে ১০টা। তাতে কী! ভক্তদের এতটুকু কমতি ছিলনা। স্টেশন জুড়ে প্রবল ধাক্কাধাক্কি। আর তাতেই অসুস্থ হয় মৃত্যু হয় ১ ব্যক্তির। ঘটনার কথা শুনে দুঃখও প্রকাশ করেন শাহরুখ। ভক্তের পরিবারের প্রতিসমবেদনা জানান। তারপর ফের অন্য গন্তব্যে এগোয় ট্রেন। এভাবে ৯টি স্টেশনে প্রচার সেরে অবশেষ মঙ্গলবার সকালে দিল্লি পৌঁছন তিনি।