৩০ বছর পর গোপন কথাটা জানালেন শাহরুখ
শাহরুখ খানের অ্যান্টি হিরো চরিত্রে অন্যতম সাফল্যের নাম ‘ডর’। যশ চোপড়ার সেই ব্লকবাস্টার সিনেমায় বিশেষ একটি অভ্যাস রপ্ত করেছিলেন তিনি। অবশেষে সেকথা জানালেন শাহরুখ খান।
১৯৯৩ সাল। শাহরুখ খান ক্রমশ বলিউডে পায়ের তলার মাটি শক্ত থেকে আরও শক্ত করছেন। সেই সময় যশ চোপড়ার সিনেমা ডর মুক্তি পায়। যেখানে শাহরুখ একজন অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন।
সিনেমায় কিন্তু হিরো সানি দেওল হলেও সেই চরিত্রকে কার্যত অনেকটাই ছাপিয়ে যায় শাহরুখের চরিত্র। বিশেষত সিনেমায় কিরণ নামটা যেভাবে তোতলানোর মত করে শাহরুখ বলতেন তা মানুষের মুখে মুখে ঘুরতে থাকে।
শাহরুখের সেই কিরণ বলার ধরণ তখন আলোড়ন ফেলে দিয়েছিল। কিন্তু কীভাবে ওই ভাবে কিরণ বলা তিনি রপ্ত করলেন? ৩০ বছর পর অবশেষে সেই গোপন কথা ফাঁস করলেন শাহরুখ খান।
শাহরুখ খানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে। সেখানেই তিনি জানান যে তিনি স্কুলে পড়ার সময় তাঁদের ক্লাসে এক সহপাঠী এভাবে তোতলাতো। কেন এভাবে কিছু মানুষ শব্দ উচ্চারণ করে থাকেন? তা নিয়ে জানতে গিয়ে শাহরুখ সে সময় বিবিসি-র একটি তথ্যচিত্র দেখেন।
যাতে দেখানো হয় জীবনে কোনও শব্দ অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও মানুষ কেবল সেই শব্দটায় তোতলাতে থাকেন। কিরণের ক্ষেত্রেও সেটাই হয়েছিল এটা দেখানোর চেষ্টা করেন শাহরুখ।
কিরণ অর্থাৎ ডর সিনেমার নায়িকা জুহি চাওলাকে নিয়ে তাঁর ওই অ্যান্টি হিরো চরিত্র যে কতটা একাগ্র তা বোঝাতেই এই কিরণ শব্দে তাঁর বিশেষ তোতলানো। যা এখনও মানুষের চর্চার বিষয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা