তাঁর বাড়িতে বিদ্যুতের বিল কত আসে, প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ খান
সুপারস্টার শাহরুখ খানকে তাঁর এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন শাহরুখের বাড়ি মন্নতে বিদ্যুতের বিল কত আসে। এড়িয়ে না গিয়ে তার উত্তরও দিয়েছেন শাহরুখ খান।
সকলের বাড়িতেই মাসে মাসে বিদ্যুতের বিল আসে। স্বাভাবিকভাবে সেলেব্রিটিরাও বাদ যান না। তাঁদেরও বাড়িতে বিদ্যুতের বিল আসে। তা মেটাতেও হয়। দেশের আম জনতার গড়পড়তা বিদ্যুতের বিল একটা বিশেষ অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করে। কারণ তাঁদের বিদ্যুতের খরচ মোটামুটি একই রকম।
কিন্তু সেলেব্রিটিদের তো বাড়ির সাজসজ্জায় আলোর ব্যবহার সহ নানাভাবে বিদ্যুতের প্রয়োজন পড়ে। ফলে তাঁদের বিল তো একটা বিশাল অঙ্কের হতেই পারে। শুধু হতে পারেনা, হয়ই।
শাহরুখ খানের বাড়ি মন্নতের বিদ্যুতের বিল কেমন আসে সেকথা শাহরুখের কাছে জানতে চেয়েছিলেন তাঁরই এক ভক্ত। সোশ্যাল সাইটে আস্ক মি এনিথিং নামে প্রশ্নোত্তর পর্বে শাহরুখ সব প্রশ্নেরই উত্তর দেন। তবে উত্তর হয় তাঁর নিজস্ব ভঙ্গিতে। শাহরুখের উত্তরে থাকে প্রখর বুদ্ধির ছাপ। কম পড়েনা কৌতুকরসের।
শাহরুখ খানের বাড়ির বিদ্যুতের বিল কত আসে সে উত্তর তিনি এড়িয়ে যান ঠিকই, কিন্তু একটা উত্তরও দেন। শাহরুখ লেখেন, তাঁর বাড়িতে ভালবাসার আলো ছড়িয়ে থাকে সারাক্ষণ। তা দিয়েই তাঁর বাড়ি আলোকিত হয়ে থাকে। বিল আসেনা।
শাহরুখের এই বুদ্ধিদীপ্ত উত্তর তাঁর ভক্তদের খুশি করেছে। আর একজন জানতে চান, যদি কোনও মেয়েকে ‘পটাতে’ হয় তাহলে তাঁর কি করা উচিত। কিছু টিপস যদি দেন শাহরুখ।
উত্তরে শাহরুখ লেখেন, প্রথম শিক্ষা হল পটানো জাতীয় শব্দ আর কখনও বোলো না, শুনতে ভাল লাগেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা