হাসপাতালে যেতে হল শাহরুখ খানকে, কি হয়েছিল কিং খানের
সুপারস্টার শাহরুখ খানকে গত মঙ্গলবার আনন্দেই আমেদাবাদের মাঠে কেকেআর-এর আইপিএল ফাইনালে পৌঁছনো উদযাপন করতে দেখেছেন সবাই। তিনিই পরদিন ভর্তি হাসপাতালে।
শাহরুখ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে যে পরদিন হাসপাতালে ভর্তি করাতে হবে তা আগের দিনও আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত মানুষজন ভাবতেও পারেননি। ছেলে ও মেয়েকে সঙ্গে করে কেকেআর-এর জয় উদযাপন শাহরুখ নিজস্ব ভঙ্গিতেই করেন।
কেকেআর হায়দরাবাদকে হারানোর পর শাহরুখ মাঠে আসেন। সকলের সঙ্গে কথা বলেন। হাসি ঠাট্টাও করেন। বাহবা দেন। তারপর মাঠ পরিক্রমাও করেন। তাঁকে দেখতে দর্শকরাও খেলা শেষে অনেকেই মাঠে উপস্থিত ছিলেন।
রীতিমত খোশমেজাজেই ধরা পড়েন শাহরুখ। সেই কিং খান যে পরদিন হাসপাতালে ভর্তি হবেন সেটা কেউ হয়তো ভাবতেও পারেননি। সেটাই কিন্তু হয়েছে বলে সূত্রের খবর। বুধবার দুপুরে আমেদাবাদে শাহরুখ খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে শাহরুখের চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয় বলেই খবর। জানা যাচ্ছে, আমেদাবাদের মাঠে কেকেআর-এর খেলা দেখতে গিয়েই বিপত্তি।
এখন গুজরাটের অধিকাংশ জায়গায় পারদ ৪২ ডিগ্রির ওপর ঘুরপাক খাচ্ছে। আমেদাবাদে সেই গরমই সহ্য হয়নি শাহরুখ খানের। তাঁর ডিহাইড্রেশন শুরু হয়। হিট স্ট্রোকের মত পরিস্থিতি হয়। তারপরই তাঁর চিকিৎসার দরকার পড়ে।
শাহরুখকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এ বিষয়ে শাহরুখ খানের পরিবার বা কেকেআর-এর তরফে কোনও কিছু অফিসিয়ালি জানানো হয়নি।
যে গরমের মধ্যে দিয়ে আমেদাবাদের মানুষ যাচ্ছেন তাতে হিট স্ট্রোক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খেলা দেখার সময় টানা মাঠেই ছিলেন শাহরুখ। সেটা তাঁকে কাবু করার একটা কারণ হতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা