বিস্কুট খাওয়া শেখার সেই ঘটনা আজও ভুলতে পারেননি শাহরুখ খান
কীভাবে বিস্কুট খেতে হয় সেটা সেদিন শাহরুখ খানকে শিখতে হয়েছিল। কী শিখতে হয়েছিল, তিনি কি বলেছিলেন, সব খুলে বললেন শাহরুখ খান।
শাহরুখ খান অনেক সময়ই তাঁর পুরনো স্মৃতিতে ডুব দেন। আর তা মাঝে মাঝে ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। তেমনই একটি ঘটনা যা তিনি আজও ভুলতে পারেননি তা হল বিস্কুট খাওয়া। কীভাবে বিস্কুট খেতে হয় তা তাঁকে শেখানো হয়েছিল। শিখিয়েছিলেন একটি বিস্কুট সংস্থার মালিক। কোনও পরিচালক নন।
কি বলেছিলেন তিনি? শাহরুখ জানান, সেদিন তাঁকে ওই বিস্কুট সংস্থার মালিক বোঝান বিস্কুট খাওয়ার সময় তাঁর মধ্যে কি অভিব্যক্তি ফুটে ওঠা উচিত। সেই অভিব্যক্তি কীভাবে আনতে হয়।
তিনি শাহরুখ খানকে বলেন, তাঁর শরীরী ভাষায় যেন ফুটে ওঠে বাড়িতে থাকার দিনগুলি, যে বছরগুলি তিনি কাটিয়ে এসেছেন তার সুখ স্মৃতি, তিনি কে তাও যেন ফুটে ওঠে মুখের মধ্যে। বিস্কুটে কামড় দেওয়ার সময় তিনি জীবনে যে যে সাফল্য পেয়েছেন তার ভালোলাগাটা যেন ফুটে ওঠে।
এগুলো শোনার পর শাহরুখ খান তাঁর নিজস্ব ভঙ্গিতেই মজার ছলে বলেন, স্কুলের দিনের স্মৃতিগুলিও কি অভিব্যক্তিতে তিনি ফুটিয়ে তুলবেন। উত্তর আসে, না অতটা পিছনে যাওয়ার দরকার নেই।
ফের মজা করে শাহরুখ জিজ্ঞাসা করেন, তাঁর কেরিয়ারের শুরুর দিকে একবার এক পরিচালক তাঁকে নাকচ করে দেন। তাতে তাঁর প্রচণ্ড রাগ হয়েছিল। চোয়াল শক্ত হয়ে গিয়েছিল। সেটাও কি অভিব্যক্তির সময় ফুটে ওঠানো দরকার? উত্তর আসে, তাঁর ব্যর্থতা নয়, তাঁর সাফল্যের দিনগুলো তাঁর মধ্যে ফুটে ওঠা দরকার।
সেদিন শাহরুখ সেই বিস্কুটে কামড়ও দিয়েছিলেন। বিজ্ঞাপনটি ক্যামেরাবন্দিও হয়েছিল। তবে ক্যামেরা বন্ধ হওয়ার পর শাহরুখ বিজ্ঞাপনের পরিচালক নন, সংস্থার মালিকের দিকে চেয়ে জিজ্ঞেস করেছিলেন ঠিক আছে?
শাহরুখ বলেন, তিনি এখনও ভাবেন সেদিন বাড়ি ফেরার সময় ওই সংস্থার মালিক কী ভেবেছিলেন! হয়তো ভেবেছিলেন, আজ তিনি শাহরুখ খানকেই এমন বিস্কুট খাইয়েছেন! মজার ছলেই বলেন শাহরুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা