অভিষেক বচ্চনকে উচিত শিক্ষা দিতে গিয়েও থমকে যান শাহরুখ খান, কেন তাও জানান
পরিচালক ফারহা খানের অনুরোধে অভিষেক বচ্চনকে উচিত শিক্ষা দিতে যান শাহরুখ খান। কিন্তু দিতে গিয়েও নিজেকে সামলে নেন। কি হয়েছিল ঘটনাটা, জানালেন শাহরুখ খান।
তখন হ্যাপি নিউ ইয়ার সিনেমার শ্যুটিং চলছে। পরিচালক ফারহা খান। তিনি যত্নের সঙ্গে সিনেমাটি বানাচ্ছেন। কিন্তু শ্যুটিংয়ের সময় তাঁর মেজাজ খারাপ করে দিচ্ছেন অভিষেক বচ্চন এবং ভিভান শাহ।
অভিষেক অমিতাভ পুত্র আর ভিভান নাসিরুদ্দিন শাহের পুত্র। এঁরা ২ জনও সিনেমার ২টি চরিত্রে রয়েছেন। ফারহা খান শাহরুখ খানকে জানান, এই ২ জন তাঁকে টানা জ্বালাচ্ছেন। নিজেরাও মনঃসংযোগ করছেননা। ফারহাকে নানাভাবে উত্যক্ত করছেন।
ফারহার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন। ফারহা তো রেগে লাল। তিনি শাহরুখ খানকে অনুরোধ করেন শাহরুখ যেন এই ২ জনকে উচিত শিক্ষা দেন।
শাহরুখ তখন ফারহাকে বোঝানোর চেষ্টা করেন ২ জনই এখনও বাচ্চা। ওঁদের এসব উত্যক্ত করাকে গুরুত্ব না দিতে। কিন্তু ফারহা চাপ দেন শাহরুখ যেন একবার ওঁদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
অগত্যা শাহরুখ খান অভিষেক ও ভিভানের কাছে যান তাঁদের বকাবকি করতে। সে সময় অমিতাভ বচ্চনের একটি জনপ্রিয় টিভি শোয়ের অতিথি হয়ে এসে শাহরুখ সেই ঘটনার কথা অমিতাভ বচ্চনকে বলছিলেন। যা এখন ইন্টারনেটে নতুন করে ছড়িয়েছে।
শাহরুখ তাঁদের কাছে গিয়ে কথা বলতে শুরু করেছেন, এমন সময় তাঁর মাথায় আসে যে অভিষেক তো অমিতাভ বচ্চনের ছেলে! ভিভান তো নাসিরুদ্দিন শাহের ছেলে! তাঁদের বাবারাই তাঁদের শেখাতে পারলেননা তো তিনি কোথাকার কে!
বিষয়টি মজা করে বললেও তাতে অমিতাভের প্রতিও এক প্রচ্ছন্ন খোঁচা ছিল বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা