‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে সুইৎজারল্যান্ডবাসীর মন জয় করে নিয়েছিলেন কিং খান। ১৯৯৫ সালের পর আরও একবার সেই সুইৎজ্যারল্যান্ডের বুকে নিজের ‘ক্যারিশ্মা’ দেখালেন বলিউডের বাদশা। এবারে অভিনয় দিয়ে নয়, সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন শাহরুখ খান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২৪ তম বার্ষিক ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত হলেন কিং খান।
সুইৎজ্যারল্যান্ডের দাভোসে বসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৮ তম বার্ষিক অনুষ্ঠানের আসর। অমিতাভ বচ্চন, এ আর রহমান ও শাবানা আজমির পর এবার শাহরুখ খান। চতুর্থ ভারতীয় হিসাবে এই আসরে সম্মানিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন ‘বাজিগর’।
মির ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে নারী ও শিশুর অধিকাররক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে কাজ করে চলেছেন শাহরুখ। সেই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি তিনি পেলেন গত সোমবার। বিখ্যাত গায়ক এল্টন জন ও অভিনেত্রী কেট ব্ল্যানচেটের সঙ্গে সেই সম্মান একই মঞ্চে ভাগ করে নেন কিং খান। প্রাপ্য সম্মান স্ত্রী গৌরী খান, মেয়ে সারা ও বোনের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি শাহরুখ। এই ৩ নারী তাঁর কাজের অনুপ্রেরণা। সেকথা সর্বসমক্ষে এক বাক্যে স্বীকার করে নেন বলিউডের বেতাজ বাদশা।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)