মেয়ের ওপর রাগ করে একবার টিভি ভেঙে দিয়েছিলেন তিনি। একবার সেকথা স্বীকার করেন আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেট তারকার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আফ্রিদি জানিয়েছিলেন, স্টার প্লাস চ্যানেলে একটি শো হচ্ছিল। সেখানে আরতি করা দেখানো হচ্ছিল। যা দেখে তাঁর মেয়েও আরতি করার ধরণ নকল করার চেষ্টা করছিল টিভির সামনে। এটা দেখার পর আর স্থির থাকতে পারেননি তিনি। রেগে টিভি ভেঙে চুরমার করে দেন।
আফ্রিদি আরও বলেন, তিনি তাঁর স্ত্রীকে সাফ জানিয়ে দেন যদি এমন শো দেখতেই হয় তাহলে তিনি যেন একা দেখেন, মেয়েদের সঙ্গে নিয়ে নয়। এই বিষয়টি সামনে আসার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির সমালোচনাও হয়েছে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার হিন্দু রীতিনীতির অবমাননা করেছেন বলে দাবি করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে প্রতিবাদের ঝড়।
পাকিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় হিন্দু সদস্য স্পিনার দানিশ কানেরিয়া যখন খেলতেন তখন তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতেন কিছু পাক খেলোয়াড়। দানিশের সঙ্গে একসঙ্গে খেতেন না তাঁরা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত পেস বোলার শোয়েব আখতার একথা খোলাখুলি জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। শোয়েবকে পাশে পেয়ে দানিশও জানিয়ে দিয়েছেন তাঁকে চরম হেনস্তার শিকার হতে হয়েছে। কারা কারা তাঁর সঙ্গে এমন আচরণ করেছেন তাঁদের নাম তিনি সামনে আনবেন বলেও হুমকি দেন দানিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা