বলটা বুঝে ওঠার আগেই বাউন্স খেয়ে সেটি এসে সোজা লাগে বলিউড তারকা শাহিদ কাপুরের নিচের ঠোঁটে। বল লাগা মাত্রই ঠোঁট ফেটে যায়। রক্ত ঝরতে থাকে। দ্রুত শাহিদকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন সেটের লোকজন। চিকিৎসক তাঁকে পরীক্ষার পর প্রথমেই রক্ত বন্ধ করতে সেলাই করেন। ঠোঁটে সেলাই পড়ে বেশ কয়েকটা। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন শাহিদ। শ্যুটিং বন্ধ। যতদিন না তিনি সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত শ্যুটিং করতে পারবেননা শাহিদ।
হচ্ছিল ‘জার্সি’ নামে একটি সিনেমার শ্যুটিং। দক্ষিণী সিনেমার নকল করে তৈরি কবীর সিং বক্স অফিসে দারুণভাবে সফল। শাহিদের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এবার ফের দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকে শাহিদ কাপুর। দক্ষিণী সিনেমার নামও জার্সি। তার হিন্দি ভার্সনের নামও জার্সি। পরিচালকও এক। সেই সিনেমার শ্যুটিং হচ্ছিল। এক ক্রিকেটারের কাহিনি। তাই যথেষ্ট অনুশীলন করেই চূড়ান্ত শট দিতে ব্যাট করছিলেন শাহিদ। তখনই বল এসে লাগে তাঁর মুখে।
জার্সি এক ব্যর্থ ক্রিকেটারের গল্প। যিনি প্রতিভাবান খেলোয়াড় হয়েও ঠিক বয়সে ভারতীয় দলে জায়গা পাননি। খেলা থেকে কিছুটা দূরে চলে যাওয়ার পর সেই তিনিই ফের ফিরে আসেন ক্রিকেটে। সাফল্যের খোঁজে। তাঁর ছেলের আবদার রাখতেই তিনি প্রায় ৪০ বছরের কাছাকাছি বয়সে পৌঁছে ফের শুরু করেন ক্রিকেট। ছেলের আবদার রাখতে তাঁকে ভারতীয় দলে খেলতেই হবে এমন এক দৃঢ় মন নিয়ে লড়াই চালান সেই ক্রিকেটার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা