আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরে সাধারণ মানুষের মত কড়া সুরক্ষা পরীক্ষার মধ্যে পড়তে হল পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে। সেই ছবি ইউটিউবে এখন ভাইরাল। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এমন এক পরিস্থিতির শিকার হতে হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ভিডিওতে আব্বাসিকে তাঁর টিশার্ট ঠিক করতে দেখা গেছে। অনেকের মতে তাঁকে পোশাক খুলিয়ে পরীক্ষা করেন সুরক্ষাকর্মীরা। যদিও এটা কোনও সরকারি সফর ছিল না।
জানা গেছে, বোনের সঙ্গে দেখা করতে ব্যক্তিগত সফরে আমেরিকায় গেছেন পাক প্রধানমন্ত্রী। তবু একজন প্রধানমন্ত্রী হিসাবে তাঁর আমজনতার মত সিকিউরিটি চেকিংয়ে পড়ার কথা নয়। একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা থেকে তিনি কেন বঞ্চিত হলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত বিদেশে ব্যক্তিগত কারণে গেলে আব্বাসি সাধারণ মানুষের মতই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন।