Sports

ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, চলে গেলেন স্পিনের জাদুকর শেন ওয়ার্ন

আচমকা এমন একটা খবর সকলকে নাড়িয়ে দিয়ে গেল। চলে গেলেন ক্রিকেট দুনিয়ার কিংবদন্তী শেন ওয়ার্ন। থেমে গেল মিথে পরিণত হওয়া ঘূর্ণি।

তাঁর আঙুলের ঘূর্ণি তাবড় ব্যাটারকে অক্লেশে ধোঁকা দিতে পারত। ক্রিকেট দুনিয়ায় তিনি অচিরেই হয়ে উঠেছিলেন কিংবদন্তী। সেই অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় স্পিনার শেন ওয়ার্ন চলে গেলেন।

এখনও এটা পরিস্কার নয় যে হৃদরোগেই আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে কিনা। তবে সেটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। থাইল্যান্ডে তাঁর বাড়িতে মৃত্যু হয় ওয়ার্নের।


মাত্র ৫২ বছর বয়সে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্পিনারের জীবন। তবে এখনই বিস্তারিতভাবে কিছু জানাতে চাইছে না তাঁর পরিবার।

এটুকুই জানা যাচ্ছে যে শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়ার পর তাঁকে বাঁচানোর চেষ্টা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। আপাতত এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করতেই চাইছে ওয়ার্ন পরিবার।


ক্রিকেট বিশ্বে তিনি ছিলেন স্পিনের জাদুকর। তিনি বল হাতে এলে তাবড় ব্যাটার প্রমাদ গুনতেন। অস্ট্রেলিয়ার অনেক জয় এসেছে তাঁর ঘূর্ণির জোরে।

১৫৪টি টেস্টে ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের। অন্যদিকে একদিনের ক্রিকেটে ১৯৪টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৯৩টি উইকেট।

অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য শুক্রবার হয়ে রইল একটা কালো দিন। একই দিনে অস্ট্রেলিয়া হারাল তাদের ২ কিংবদন্তীকে। সকালে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের আর এক দিকপাল রডনি মার্শের। আর ২৪ ঘণ্টাও কাটল না চলে গেলেন শেন ওয়ার্ন।

আইপিএল-এও ওয়ার্নের একটি রেকর্ড চিরদিন থেকে যাবে। আইপিএল-এর প্রথম বর্ষে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে সেই দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেদিক থেকে প্রথম আইপিএলের ট্রফি উঠেছিল তাঁরই হাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button