শেন ওয়ার্নের অকাল মৃত্যুর আসল কারণ সামনে আনল ময়নাতদন্তের রিপোর্ট
ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের অকাল মৃত্যু চমকে দিয়েছে গোটা বিশ্বকে। সকলেই জানতে চাইছেন এত কম বয়সে আচমকা মৃত্যুর কারণ কি? সেটাই এবার পরিস্কার হয়ে গেল।
স্পিনের জাদুকর ছিলেন তিনি। ক্রিকেট ইতিহাস তাঁকে চিরকাল মনে রেখে দেবে। এতটাই প্রতিভাবান স্পিনার ছিলেন তিনি। সেই স্পিনের জাদুকর শেন ওয়ার্নের মৃত্যুর খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর অনুরাগীরা বিশ্বাসই করতে চাইছিলেন না ওয়ার্ন নেই।
থাইল্যান্ডের একটি ভিলায় বন্ধুদের নিয়ে ছুটি কাটানোর সময় তাঁর মৃত্যু হয়। ৫২ বছরের তরতাজা মানুষটা এমন অকালে আচমকা চলে গেলেন কীভাবে? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছিল আসল কারণ প্রকাশ্যে আনতে। সেই ময়নাতদন্তের রিপোর্ট থাইল্যান্ড পুলিশের হাতে এসেছে।
থাইল্যান্ড পুলিশের তরফে এরপরই জানানো হয় ময়নাতদন্তের পর সামনে আসা শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে শেন ওয়ার্নের মৃত্যু একেবারেই প্রাকৃতিক কারণে হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে নেই।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এবার থাইল্যান্ড পুলিশ ওয়ার্নের দেহ থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার দূতাবাসের হাতে তুলে দিতে চায়। তারপর তা সেখান থেকে তুলে দেওয়া হবে ওয়ার্নের পরিবারের হাতে।
এদিকে ওয়ার্নের মূর্তিতে প্রতিদিনই মানুষজন শ্রদ্ধা জানাতে উপস্থিত হচ্ছেন মেলবোর্ন মাঠের সামনে। শেন ওয়ার্নের মৃত্যু ক্রিকেট বিশ্বের বড় ক্ষতি বলে মেনে নিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।
প্রসঙ্গত প্রথম আইপিএল-এ রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন শেন। তাঁর হাতেই উঠেছিল আইপিএল-এর প্রথম কাপ।