নতুন দুনিয়ায় পা দিলেন সত্যজিতের কাছে হাতেখড়ি হওয়া অভিনেত্রী শর্মিলা ঠাকুর
‘অপুর সংসার’ সিনেমা দিয়ে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। তারপর অনেক সাফল্য। অবশেষে থেমে যাওয়া। এবার নতুন দুনিয়ায় পা রেখে ফের পথ চললেন শর্মিলা ঠাকুর।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে তাঁর সিনেমার পর্দায় আত্মপ্রকাশ। অপুর সংসার সিনেমায় তাঁকে প্রথম চিনলেন বাঙালি। তারপর অবশ্য শর্মিলা ঠাকুরকে পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলা সিনেমার জগত ছেড়ে তিনি বলিউডে পা রাখেন। তারপর সেখানেও বিজয় রথ ছুটতে থাকে দুরন্ত গতিতে।
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে। অবশেষে একসময় তিনি অভিনয় জগত থেকে সরে দাঁড়ান। সেই শর্মিলা ঠাকুর ফের ফিরছেন পর্দায়। তবে দুনিয়াটা একটু আলাদা।
বড় পর্দাকে অনেকটা ধাক্কা দিয়েছে আধুনিক ডিজিটাল স্ট্রিমিং দুনিয়া। এবার ৭৮ বছর বয়সে সেই দুনিয়ায় ডেবিউ করলেন শর্মিলা ঠাকুর। যে কথা জানাতে গিয়ে কার্যত হেঁয়ালি করে ফেলেছেন ডিজিটাল দুনিয়ার ফ্যামিলি ম্যান।
মনোজ বাজপেয়ী এমনভাবে শর্মিলা ঠাকুরের এই ডিজিটাল দুনিয়ায় পা দেওয়া এবং সেই সিনেমার প্রচার করেছেন যা থেকে প্রথমে অনেকেই ভেবেছিলেন ‘ফ্যামিলি ম্যান ৩’-এর প্রচার। পরে ভুল ভাঙে।
প্রচারটা ছিল পরিবার কেন্দ্রিক সিনেমা ‘গুলমোহর’-এর। যা মুক্তি পেতে চলেছে আগামী ৩ মার্চ। সেই সিনেমা দিয়ে শর্মিলা ঠাকুর পা রাখছেন ডিজিটাল দুনিয়ায়।
সিনেমায় রয়েছেন অমোল পালেকর, মনোজ বাজপেয়ী-র মত অভিনেতারাও। পুরনো ভাবধারার প্রজন্ম ও নতুন প্রজন্মের মধ্যের যে ফাঁক তা একটি পরিবারে কীভাবে ভালবাসা ও উষ্ণতা দিয়ে পূরণ করা হচ্ছে তারই গল্প বলবে গুলমোহর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা