আরাধনায় তাঁকে বাছাই হয়নি, কীভাবে সুযোগ পেলেন জানালেন শর্মিলা ঠাকুর
ভারতীয় সিনেমায় শর্মিলা ঠাকুরের নাম চিরকাল থেকে যাবে। তাঁর অনেকগুলি বিখ্যাত সিনেমার একটি অবশ্যই আরাধনা। সে সিনেমায় কিন্তু তাঁকে বাছাই হয়নি।
আরাধনা সিনেমায় রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের জুটি আলোড়ন ফেলে দিয়েছিল। ১৯৬৯ সালের এই ব্লকবাস্টার সিনেমা ৫০ সপ্তাহ টানা চলেছিল প্রেক্ষাগৃহে। সে সময় ৫০ সপ্তাহ ধরে একটি সিনেমা হলে চলা মুখের কথা ছিলনা। তা ছিল একটা ইতিহাস। সেই ইতিহাস সৃষ্টি হয়েছিল পর্দায় রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের অসামান্য রসায়নের হাত ধরে।
এ সিনেমায় কিন্তু প্রথমে শর্মিলা ঠাকুরকে নায়িকা হিসাবে বেছে নেননি পরিচালক শক্তি সামন্ত। শক্তি সামন্ত শর্মিলা ঠাকুরকে ওই রোলে চাননি।
তাঁর যুক্তি ছিল ওই চরিত্রের জন্য যে বয়সটা দরকার শর্মিলার বয়স তার চেয়ে অনেকটা কম। তাই চরিত্রটার সঙ্গে শর্মিলা খাপ খাবেন না। তাই প্রাথমিকভাবে তাঁকে বাতিল করেন শক্তি সামন্ত। শর্মিলা গিয়ে অনুরোধ করলেও ফল হয়নি।
আরাধনায় অভিনয় করার জন্য শর্মিলা ঠাকুর মরিয়া ছিলেন। ৭৯ বছরের শর্মিলা ঠাকুর নিজেই করণ জোহরের একটি শোতে হাজির হয়ে জানিয়েছেন, আরাধনায় তিনি সুযোগ পাননি, লড়ে সুযোগ করে নিতে হয়েছিল।
তিনি শক্তি সামন্তকে বোঝানোর চেষ্টা করেন তিনি ওই চরিত্র করতে পারবেন। কিন্তু তাতে ফল হয়নি। অবশেষে সিনেমার চিত্রনাট্যকার বিষয়টিতে শর্মিলার পাশে দাঁড়ান।
শাম্মি কাপুরের সঙ্গে একটি সিনেমার ডেট পাওয়া নিয়েও সে সময় একটা সমস্যা চলছিল। এই অবস্থায় আচমকাই শর্মিলা এই চরিত্রটি পেয়ে যান। অবশ্য আরাধনায় শর্মিলা ঠাকুরের অভিনয় আজও মানুষের মনে দাগ কেটে রেখেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা