Entertainment

ব্লক হয়ে গেল বেসিক ইন্সটিংক্ট খ্যাত শ্যারন স্টোনের অ্যাপ অ্যাকাউন্ট

অ্যাপ খুলে তাতে লগ ইন করার চেষ্টা করেন তিনি। তাঁর ওই অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। ফলে সেই অ্যাকাউন্ট খোলায় সমস্যা থাকার কথা নয়। কিন্তু অ্যাকাউন্ট খুলতে গিয়ে মাথায় হাত। ডেটিং অ্যাপ বাম্বল তাঁকে তাঁর অ্যাকাউন্ট খুলতে দেয়নি। তাঁর অ্যাকাউন্ট শাটডাউন করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় অবাক এবং ক্ষুব্ধ বেসিক ইন্সটিংক্ট খ্যাত অভিনেত্রী শ্যারন স্টোন। হলিউডের এই বিখ্যাত নায়িকা বিষয়টি সকলের গোচরেও এনেছেন।

শ্যারন স্টোন লিখেছেন, ওই অ্যাপ ব্যবহারকারী কয়েকজন অভিযোগ করেছিলে যে শ্যারন স্টোনের অ্যাকাউন্টটি তাঁর নয়। ওটি ফেক প্রোফাইল। ওই অভিযোগের ভিত্তিতেই শ্যারন স্টোনের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। পরে শ্যারন স্টোন বাম্বল নামে ওই অ্যাপের কর্তৃপক্ষকে অনুরোধ করেন যেন তাঁর অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়। অ্যাপ কর্তৃপক্ষকে তিনি প্রশ্ন করেন তাঁকে কী বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? তিনি একটি স্ক্রিন শটও পাঠান যেখানে ওই অ্যাপ কর্তৃপক্ষ তাঁকে ব্লক করেছে বলে দেখা যাচ্ছে।


যে স্ক্রিন শটটি শ্যারন পাঠান তাতে অবশ্য অ্যাপ কর্তৃপক্ষ পরিস্কারও করে দিয়েছে তারা কেন শ্যারনের অ্যাকাউন্ট ব্লক করেছে। হলিউডে একটা আলাদা পরিচিতি তৈরি করেছিলেন শ্যারন স্টোন। অভিনেত্রী হিসাবে তাঁকে আলাদা করে চেনেন সকলে। এই ৬১ বছর বয়সে এসেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ২০০৪ সালে তিনি বিবাহবিচ্ছেদ করেন তাঁর স্বামী সংবাদপত্রের সম্পাদক ফিল ব্রোনস্টইনের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button