২০১২ সালে নাকি এক আরএসএস সদস্য এক সাংবাদিককে বলেছিলেন যে নরেন্দ্র মোদী হলেন শিবলিঙ্গের ওপর বসে থাকা একটা বিছের মত। না তুমি তাকে হাত দিয়ে সরাতে পারবে। না তুমি তাকে ‘চপ্পল’ দিয়ে মারতে পারবে। গত রবিবার বেঙ্গালুরুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। থারুরের দাবি, আরএসএস-এই এমন অনেকে আছেন যাঁরা মোদীকে সহ্য করতে পারেননা। ফলে তাঁরা মোদীকে সরাতে না পারার হতাশা প্রকাশ করে ফেলছেন।
এদিকে শশী থারুরের এহেন বক্তব্য সামনে আসার পরই বিজেপির তরফে প্রতিবাদ আছড়ে পড়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শশী থারুরের বিরুদ্ধে সুর চড়িয়ে দাবি করেছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে শশী ভগবান শিবকে অপমান করেছেন। থারুরের এই মন্তব্য নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে জবাব চেয়েছেন। একজন শিব ভক্ত হিসাবে দাবি করে আসা রাহুল গান্ধীর উচিত কংগ্রেসের তরফে ক্ষমা চাওয়া হলেও দাবি করেন আইনমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)