কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। দিল্লির একটি আদালত এই পরোয়ানা জারি করে। শশী থারুরের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা রাজীব বব্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিছের সঙ্গে তুলনা করেছিলেন শশী থারুর। সেটা বেশ কিছুদিন আগের কথা। সেই বক্তব্যকে সামনে রেখেই মামলা করেন বিজেপি নেতা রাজীব বব্বর। তাঁর দাবি, ছিল ওই বক্তব্যে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সেই মামলায় মঙ্গলবার শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। তবে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
ব্যক্তিগত ৫ হাজার টাকা বন্ডে ছাড় পেতে পারেন শশী। তবে তাঁকে হাজিরার হলফনামা দিতে হবে। প্রসঙ্গত শশী থারুর তাঁর লেখা বই ‘দ্যা প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার’ নিয়ে একটি আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বিছের সঙ্গে তুলনা করেন। বলেন, প্রধানমন্ত্রী হলেন এমন এক বিছে যিনি শিবলিঙ্গের ওপর বসে আছেন। ফলে নাতো কেউ তাকে হাত দিয়ে সরাতে পারবে। না চপ্পল দিয়ে ছিটকে দিতে পারবে। শশী থারুরের এই মন্তব্যে তখনই সমালোচনার ঝড় উঠেছিল।
মামলাকারী রাজীব বব্বর তাঁর অভিযোগে জানান শশী থারুরের এই মন্তব্য দেশ জুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ শিবভক্তের ভাবাবেগে আঘাত করেছে। ইন্ডিয়ান পিনাল কোডের ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা হওয়ায় কিছুটা হলেও স্বস্তি শশী থারুরের। তবে তাঁর সম্বন্ধে যেভাবে ওই মন্তব্য নিয়ে সমালোচনা হয় তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা