National

রাহুলের সঙ্গে সাক্ষাৎ, কংগ্রেস যোগ দিচ্ছেন শত্রুঘ্ন

শত্রুঘ্ন সিনহাকে এবার পাটনা সাহিব কেন্দ্র থেকে টিকিট দেয়নি বিজেপি। সেটা বোধহয় অস্বাভাবিকও নয়। কারণ শত্রুঘ্ন সিনহা যেভাবে দলবিরোধী কথা বলছিলেন, বিরোধীদের মঞ্চে বারবার তাঁকে দেখা যাচ্ছিল। বিজেপি সাংসদ হয়েও বিরোধীদের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধোনা করছিলেন, তারপর কোনও দলই টিকিট দেয়না। বিজেপিও হয়ত সেজন্যই দেয়নি। কিন্তু বিজেপি থেকে না শত্রুঘ্ন ছেড়ে বার হচ্ছিলেন। না বিজেপি তাঁকে তাড়াচ্ছিল। বরং একটা ঠান্ডা লড়াই চলছিল, কে প্রথম আগে বলবে তা নিয়ে।

অবশেষে সেই ঢাকঢাক গুড়গুড় শেষ। শত্রুঘ্ন সিনহা বৃহস্পতিবার দেখা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। তারপরই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় শত্রুঘ্ন সিনহা আগামী ৬ এপ্রিল কংগ্রেসে যোগ দিচ্ছেন। ফলে পাটনা সাহিব আসন থেকে শত্রুঘ্ন হয়ত দাঁড়াচ্ছেন। তাঁকে না দাঁড় করিয়ে ওই আসনে বিজেপি রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করেছে। সেই আসনে এবার হয়ত কংগ্রেসের টিকিটে দাঁড়াতে চলেছেন শত্রুঘ্ন।


শত্রুঘ্ন সিনহা প্রকাশ্যেই এতদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে আসছিলেন। এঁরা দলে স্বৈরতন্ত্র চালাচ্ছেন বলেও প্রকাশ্যে অভিযোগ জানাচ্ছিলেন শত্রুঘ্ন। এদিকে শত্রুঘ্ন কংগ্রেসে যোগ দিয়ে পাটনা সাহিব থেকে দাঁড়ালে এই কেন্দ্রে লড়াই অন্য মাত্রা নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button