গালের কাটা দাগই শাপে বর হয়েছিল, কীভাবে এল দাগটা সে গল্প শোনালেন শত্রুঘ্ন সিনহা
বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার গালে একটা কাটা দাগ সকলের নজর কাড়ে। ওটাই তাঁর শাপে বর হয়েছিল। কিন্তু কীভাবে এল ওই কাটা দাগ? সে কাহিনি শোনালেন অভিনেতা।
একটা সময় জুড়ে বলিউডে তিনি অন্য তারকাদের সঙ্গে সমান তালে টক্কর দিয়েছেন। একের পর এক কালজয়ী সিনেমা তাঁকে পরিচিতি দিয়েছে। জনপ্রিয় করেছে। দোস্তানা, কালা পাত্থর সহ অনেক সুপারহিট সিনেমার অন্যতম নায়ক শত্রুঘ্ন সিনহা বলিউডে তাঁর অভিনয় ও জনপ্রিয়তার নিরিখে চিরদিন অমর হয়ে থাকবেন।
বর্তমানে রাজনীতির জগতেও সফল এই তারকার মুখে কিন্তু একটা কাটা দাগ রয়েছে। নায়কের মুখে দাগ! শত্রুঘ্ন জানিয়েছেন, তাঁর নিজেরই মনে হয়েছিল এই দাগ নিয়ে তো হিরো হওয়া যায়না। তাই প্লাস্টিক সার্জারি করাবেন।
কিন্তু দেব আনন্দের পরামর্শে তিনি প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত বদলান। পরবর্তীকালে ওই দাগই কিন্তু তাঁর একটা আলাদা ফ্যান ফলোয়ার তৈরি করে দিয়েছিল। ওই দাগ তাঁকে একটা আলাদা পরিচিতি দেয়, যা কার্যত তাঁর জন্য শাপে বর হয়েছিল।
এই দাগ হয়েছিল কীভাবে? এবার সেই গল্প ভাগ করে নিলেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ছোটবেলায় তিনি অসম্ভব দুরন্ত ছিলেন। দুষ্টুমি লেগেই থাকত। একবার তাঁর কাকাকে রেজার দিয়ে দাড়ি কামাতে দেখে তাঁর মনে হয় তিনিও দাড়ি কামাবেন।
বোনকে সঙ্গে নিয়ে কাকার সেই রেজার নিয়ে শুরু হয় দাড়ি কামানোর চেষ্টা। প্রথমে তাঁর বোনই চেষ্টা করে। কিন্তু ছোট্ট মেয়েটার গাল যায় কেটে।
তা দেখে শত্রুঘ্ন বোনকে বলেন, তিনি দেখিয়ে দিচ্ছেন কীভাবে করতে হয়। বলে টান দিতে তাঁর গালও যায় কেটে। সেই যে ছোটবেলায় ডান গালে ঠোঁটের কাছে কাটা একটা দাগ হয়ে যায় তা আজও বয়ে বেড়াচ্ছেন বিহারীবাবু। তবে তা তাঁর কেরিয়ারে ক্ষতি করেনি। বরং লাভই দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা