বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর। নির্বাচন হয় রক্তক্ষয়ী। প্রায় ১৭ জন নির্বাচনী হিংসায় প্রাণ হারান। বহু মানুষ আহত হন। নির্বাচনে বিপুল সংখ্যক আসনে ঝোড়ো জয় পায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়ী হয় আওয়ামী লিগ ও তার সহযোগী দল। সেই বিপুল জয়ের পর নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ছিল সময়ের অপেক্ষা। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার। বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ এদিন শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই নিয়ে ৪ বার বসলেন হাসিনা।
সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পাশাপাশি তাঁর ৪৭ মন্ত্রীর মন্ত্রিসভাও শপথ নেয়। এবার তাঁর মন্ত্রিসভায় অনেকগুলি নতুন মুখে এসেছে। অনেক পুরনো মুখ বাদ পড়েছে। গত মন্ত্রিসভার ৩৬ জন মন্ত্রীকে এবার বাদ দিয়ে নতুন ৩৬ জনকে জায়গা দিয়েছেন ৭১ বছরের হাসিনা। সেইসঙ্গে কোনও শরিক দলের সদস্য এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষা, শক্তি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু কল্যাণ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রক নিজের হাতে রেখেছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)