রাখি সাওয়ান্তকে জেলে পাঠানোর পর সলমনকেও ছাড়লেন না শার্লিন চোপড়া
রাখি সাওয়ান্তকে তিনি জেলে পাঠিয়ে ছেড়েছেন। এবার তিনি সরাসরি মুখ খুললেন সলমন খানের বিরুদ্ধেও। খোলাখুলি সলমনের বিরুদ্ধে আঙুল তুলেছেন শার্লিন চোপড়া।

সলমন খানের কাছে আগে কোনটা, বন্ধুত্ব রক্ষা করা, নাকি মহিলাদের পক্ষে দাঁড়ানো। যদি তাঁরা সলমনের বোন হতেন তাহলেও কি সলমন এটাই করতেন। বিগ বসে সাজিদ খানকে একজন সেলেব্রিটি হিসাবে দেখানো হচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন শার্লিন চোপড়া।
এভাবে সাজিদকে বিগ বসে জায়গা করে দেওয়ার জন্য সলমনের বিরুদ্ধে তিনি খোলাখুলি মুখ খুলেছেন। তিনি এও সাফ জানিয়েছেন, বিগ বসে সাজিদ খানকে জায়গা করে দেওয়া চ্যানেলের বিরুদ্ধেও তিনি পদক্ষেপ করবেন।
প্রসঙ্গত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অভব্যতার অভিযোগ এনে হ্যাশট্যাগ মিটু শুরু করেন অভিনেত্রী তথা মডেল শার্লিন চোপড়া।
শার্লিন এর আগেই রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মুখ খোলেন। শার্লিন চোপড়া পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলার পর রাখি সাজিদ খানের পাশে দাঁড়ান।
এর বিরুদ্ধে গিয়ে শার্লিন বলেন, যখনই তিনি মহিলাদের শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন, তখনই রাখি সাওয়ান্ত এসে তাঁকেই পতিতা বলে খোঁচা দিতে থাকেন। রাখিকে কীটপতঙ্গ বলেও ব্যাখ্যা করেন শার্লিন।
প্রসঙ্গত শার্লিন চোপড়া পুলিশে অভিযোগ করেন যে রাখি সাওয়ান্ত তাঁকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে রাখি সাওয়ান্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেন মুম্বইয়ের আমবোলি থানার আধিকারিকরা।
রাখি সাওয়ান্ত গ্রেফতার হওয়ার পর এবার সলমন খানের বিরুদ্ধেও ক্রমশ আওয়াজ তোলা শুরু করেছেন শার্লিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা