শাড়ি পরে আকাশ থেকে লাফ দিয়ে রাম মন্দিরের হাওয়া পরিক্রমা করলেন তিনি
আকাশ থেকে এভাবেও যে রাম মন্দির দর্শন করা যায় তা দেখিয়ে দিলেন ৪১ বছরের এক মহিলা। শাড়ি পরে আকাশ থেকে সটান লাফ দিলেন তিনি।
২০০৬ সালে পুনে শহরের ৬০০ ফুট উঁচুতে একটি বেলুনে ভেসে বিয়ে করেন তিনি। তখনই সকলের জানা ছিল তাঁর চরম অ্যাডভেঞ্চারের নেশার কথা। তারপরও তাঁর আকাশ থেকে লাফের শেষ ছিলনা। এবার কিন্তু গোটা দেশকে চমকে দিলেন তিনি। রাজা ভাইয়া মানে উত্তরপ্রদেশের গোন্ডার বিজেপি সাংসদ কীর্তি বর্ধন সিংয়ের নিজস্ব পাওয়ার হ্যাঙ্গ গ্লাইডার এয়ারক্রাফট রয়েছে। তিনি তা চালাতেও সিদ্ধহস্ত।
সেই ৫৮ বছরের রাজা ভাইয়ার উড়ানেই চড়ে বসেন ৪১ বছরের শীতল রানে মহাজন। পরনে ছিল সবুজ ব্লাউজের ওপর গেরুয়া রংয়ের শাড়ি। উড়ান যখন মাটি থেকে ৫ হাজার ফুট উঁচুতে তখন সেখান থেকে লাফ দেন শীতল।
হাওয়ায় উড়তে থাকেন। নিচের দিকে পড়তেও থাকেন। সাড়ে ৩ হাজার ফুট এভাবে পড়তে থাকেন নিচের দিকে। তারপর খুলে নেন প্যারাসুট।
এই যে নিচের দিকে পড়তে থাকা এবং তারপর প্যারাসুটে ভেসে নিচে নামা, এই সময় শীতল রাম মন্দিরের হাওয়া পরিক্রমা করেন। রাম মন্দির দেখতে দেখতেই নিচে নামতে থাকেন তিনি।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম কেউ রাম মন্দিরের হাওয়া পরিক্রমা করলেন। অবশেষে সরযূ নদীর মাঝে একটি জায়গায় অবতরণ করেন অসীম সাহসী এই নারী।
আকাশ থেকে লাফের জন্য যাবতীয় প্রয়োজনীয় অনুমতি তিনি নিয়ে নিয়েছিলেন। অনেকেই অবাক হচ্ছেন তাঁর শাড়ি পরে এভাবে আকাশ থেকে লাফ দেওয়া দেখে।
শীতল অবশ্য এর আগেই সুমেরু, কুমেরু, এভারেস্ট সহ নানা অতি দুর্গম স্থানে এভাবে আকাশ থেকে লাফ দিয়ে নেমেছেন। এটা তাঁর নেশা।
এভাবে বিশ্বজুড়ে তাঁর ৬০০ রেকর্ড রয়েছে। এবার রাম মন্দিরের ক্ষেত্রেও কার্যত এক নতুন রেকর্ড গড়ে ফেললেন তিনি। ২ সন্তানের মা শীতল পুনে ও ফিনল্যান্ডের মধ্যে যাতায়াত করতে থাকেন।
ফিনল্যান্ডে তাঁর স্বামী থাকেন। সংসার সামলেও শীতল কিন্তু তাঁর মনের মধ্যে থাকা অ্যাডভেঞ্চারের অদম্য ইচ্ছাকে দমাননি। বরং ২টোই সামলাচ্ছেন নিপুণ হাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা