Mythology
শিব কিসে তুষ্ট হন, তাঁর অপছন্দের জিনিস কি
কোন ফুলের পুজোয় দেবাদিদেব পূজকের উপর অত্যন্ত প্রীত ও প্রসন্ন হন। কোন ফুল দিয়ে পুজো করলে দেবাদিদেব মহাদেব পূজকের উপর অপ্রসন্ন হন।
শিবের অতি প্রিয় ফুল আকন্দ ও ধুতুরা। ভালোবাসেন পদ্ম ও দূর্বা, বেলপাতা ও কুমকুম। এই ফুলের পুজোয় দেবাদিদেব পূজকের উপর অত্যন্ত প্রীত ও প্রসন্ন হন।
তুলসীমঞ্জরী দিয়ে শিবের পুজো করলে মানুষের মুক্তিলাভ হয়। কুন্দ (কুঁদফুল), যূথী নবমল্লিকা, কেতকী, রক্ত জবা, মালতী, শিউলি, বকুল ও জাতিফুল মহাদেব মোটেই পছন্দ করেন না। এই ফুল দিয়ে পুজো করলে দেবাদিদেব মহাদেব পূজকের উপর যার পর নাই অপ্রসন্ন হন।
শিবের বিস্ময়কর ভাবে অত্যন্ত প্রিয় খাবারগুলি হল পুলি-পিঠে, লাড্ডু, দই, আর চিনি দিয়ে দুধ। তাঁর পছন্দের মেনুতে গাঁজা ভাং চরস সিদ্ধি নেই জেনে লেখক অত্যন্ত মর্মাহত।
Excellent work. I want visit with sibsankar bharati. Kindly mention contact no.
I enjoy the spiritual and useful comments of Astrologer Srhi Sibsankar Bharati. I remain thankful for his continuing spiritual comments.