‘শ্বশুরাল সিমর কা’ সিরিয়ালে তার অভিনয় তাকে খুব দ্রুত খ্যাতি দিয়েছে। এরপর টিভি সিরিয়াল ‘সংকটমোচন হনুমান’-এও তাকে দেখতে পাওয়া গেছে। তার অভিনয় দক্ষতার গুণে শিবলেখ সিং মাত্র ১৪ বছর বয়সেই খ্যাতির শিখর ছুঁয়েছিল। তাকে প্রায় সকলেই চিনতেন। সেই কিশোরের জীবন শেষ হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়।
ছত্তিসগড়ের বিলাসপুর থেকে রায়পুর যাচ্ছিল শিবলেখ। সঙ্গে ছিলেন তার মা-বাবা ও নবীন নামে এক ব্যক্তি। গাড়িতেই যাচ্ছিলেন তাঁরা। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রায়পুর থেকে কিছুটা দূরে হাইওয়ের ওপর তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবলেখের।
শিবলেখের মা-বাবা ও নবীন নামে ব্যক্তি এই দুর্ঘটনায় আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এমন এক পরিচিত মুখের কিশোরের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকে। যাঁরা তাকে টিভি বা সিনেমার পর্দায় দেখেছেন তাঁরা মানতে পারছেন না ঝকঝকে বাচ্চাটা আর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা