Sports

সবচেয়ে সাহসী ওপেনার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তারিফ শোয়েবের

তাঁর চোখে সবচেয়ে সাহসী ওপেনার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

লাহোর : অনেকে বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ফাস্ট বোলিং খেলতে ভয় পেতেন। তিনি বল করতে এলে তাঁকেও খেলতে ভয় পেতেন। কিন্তু তাঁর মতে এসব একদম বাজে কথা। তাঁর মতে, তিনি যতজনকে বিশ্বে বল করেছেন তাঁদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ই ছিলেন সবচেয়ে সাহসী ব্যাটসম্যান। এক সাক্ষাৎকারে এমনই জানালেন পাকিস্তানের একসময়ের বিশ্বত্রাস বোলার শোয়েব আখতার। শোয়েবের দাবি, নতুন বলে তাঁর মুখোমুখি একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই হতে পেরেছেন।

Shoaib Akhtar
ফাইল : শোয়েব আখতার, ছবি – আইএএনএস

শোয়েব আখতারকে বলা হত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তাঁর বলের গতি চিরদিনই চর্চার কেন্দ্রে থাকত। দুরন্ত গতিতে বল করতে আসা শোয়েব আখতারের মুখোমুখি হতে তখন বিশ্বের তাবড় ব্যাটসম্যান চিন্তায় থাকতেন। শোয়েব আরও বলেন, তিনি জানতেন শরীরের ওপর বল এলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বেশি শট থাকেনা। তাই তিনি তাঁকে বুকের কাছে বল করতেন। কিন্তু সেখানেও সৌরভ কখনও পিছপা হননি। বরং সেখান থেকেও রান করেছেন। তিনি মনে করেন এটারই নাম সাহসিকতা।


সৌরভকেই শোয়েব ভারতের সেরা অধিনায়ক বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ধোনিও ভাল অধিনায়ক। তবে যদি ভারতের কথা বলতেই হয় তবে তাঁর মতে, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ। ধোনি দারুণ অধিনায়ক হলেও যখন দলকে গড়ার কথা আসে তখন একটাই নাম আসে, আর সেটা সৌরভ গঙ্গোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button