হার সহ্য করতে না পেরে ভারতকেও বাড়ি পাঠালেন শোয়েব আখতার
সহ্য করতে পারছেন না পাকিস্তানের একের পর এক হার। তাই এবার সেই হারের রাগ ভারতের ওপর উগরে দিলেন শোয়েব আখতার।
টি২০ বিশ্বকাপে পাকিস্তান এখনও ২টি ম্যাচ খেলে ২টিই হেরেছে। ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারার পর জিম্বাবোয়ের কাছেও প্রায় একই রকম রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছে বাবর আজমদের। পাকিস্তান এখন আদৌ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছবে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে।
এদিকে ভারত এখনও ২টি ম্যাচ খেলে ২টিই জিতেছে। দল ছন্দে শুধু নয়, বিরাট কোহলি ফর্মে ফিরে এসেছেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার কিছুতেই এটা বোধহয় সহ্য করতে পারছেন না।
একদিকে পাকিস্তানের হার। অন্যদিকে ভারতের জয়। তাই শোয়েব আখতার ইউটিউবে দাবি করছেন, তিনি আগেই বলেছিলেন পাকিস্তানকে এই সপ্তাহে দেশে ফিরে আসতে হবে। প্রায় সেটাই হচ্ছে। তবে শোয়েবের দাবি, ভারতও কোনও তিস মার খান নয়। তারাও সামনের সপ্তাহে দেশে ফিরে যাবে।
সেমিফাইনালের গণ্ডি ভারত টপকাতে পারবে না বলেই দাবি করেছেন শোয়েব। তাঁর মতে, পাকিস্তানকে এ সপ্তাহে ফিরতে হয়েছে। ভারত দেশে ফিরে যাবে পরের সপ্তাহে।
ছন্দে থাকা ভারতীয় দল কিছুতেই ফাইনালে পৌঁছতে পারবে না। এটাই কার্যত ভবিষ্যতবাণী করে দিয়েছেন শোয়েব। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা শোয়েবের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। অনেকেই মনে করছেন পাকিস্তানের এভাবে হার সহ্য করতে না পেরেই শোয়েব এসব বলছেন।
তবে কি ভারতের জয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সহ্য হচ্ছেনা? এমনটাই মনে করছেন অনেকে। অন্যদিকে পাকিস্তানের দল নির্বাচন নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা