আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার বড় পদক্ষেপ শ্রেয়া ঘোষালের
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে গান বেঁধেছেন দেশের অন্যতম গায়ক অরিজিৎ সিং। এবার প্রতিবাদের ভাষা হিসাবে বড় পদক্ষেপ করলেন শ্রেয়া ঘোষালও।
আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে নারকীয় ঘটনার প্রতিবাদে সরব হয়ে আর কবে গানটি গেয়ে ফেলেছেন অরিজিৎ সিং। নিজের প্রতিবাদ নিজের শিল্প সত্ত্বার মধ্যে দিয়েই প্রকাশ করেছেন তিনি। ছড়িয়ে গিয়েছে তাঁর প্রতিবাদী গান।
এবার আরজি কর নিয়ে একটি বড় অবস্থান গ্রহণ করলেন দেশের অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ব ঘোষিত কনসার্ট স্থগিত করলেন তিনি। সেকথা সমাজ মাধ্যমে জানিয়েও দিয়েছেন শ্রেয়া।
সেই সঙ্গে জানিয়েছেন, আরজি করে যা ঘটেছে তা ভয়ংকর এবং জঘন্য। যে নৃশংসতার ঘটনা সেদিন ওই চিকিৎসকের সঙ্গে ঘটেছে তা ভেবে তাঁর শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে যাঁরা শামিল তিনি তাঁদের পাশে রয়েছেন।
এই অবস্থায় যে তিনি কনসার্ট করতে পারছেন না তাও জানিয়েছেন শ্রেয়া। এই অবস্থায় তাঁর কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তাঁর বন্ধু ও ভক্তরা বুঝবেন বলেই আশাবাদী শ্রেয়া।
এই কনসার্ট আগামী অক্টোবরের কোনও একটা সময় হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। শ্রেয়া জানান, শুধু তাঁর দেশেরই নয়, সারা বিশ্বের মহিলাদের সুরক্ষা ও সম্মানের জন্য তিনি প্রার্থনা করছেন।
প্রসঙ্গত আরজি করের এই নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই দুর্গাপুজোর সরকারি অর্থ সাহায্য ফিরিয়ে দিয়েছে কয়েকটি পুজো কমিটি। একটি নাট্যদলও নাট্যমেলার আয়োজন করার জন্য পাওয়া সরকারি সাহায্য ফিরিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা