শ্রেয়া ঘোষাল হলেন প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি এই বিরল সম্মান পেলেন
বাঙালির জন্য এ এক গর্বের মুহুর্ত। ভারতের জন্যও গর্বের মুহুর্ত। সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল হলেন প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেলেন।
ভারতীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল। বাঙালি কন্যা দ্রুত তাঁর কণ্ঠের যাদুতে জিতে নিয়েছেন গোটা দেশের মন। সেই অন্যতম সফল গায়িকা শ্রেয়া ঘোষাল এবার ভারতীয় কোনও সঙ্গীতশিল্পী হিসাবে এই প্রথম এক সম্মান অর্জন করলেন।
সেই সম্মান অর্জনের পর তাঁর অতি বৃহৎ ছবি ফুটে ওঠে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। অবশ্যই তা এক সম্মানের বিষয়। শ্রেয়া তাঁর সেইসব ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে দ্রুত তা সকলের নজর কাড়ে।
কেন সেখানে এই ছবি ফুটে ওঠে তাও জানিয়েছেন শ্রেয়া। জানিয়েছেন তিনিই হলেন ভারতের প্রথম কোনও সঙ্গীতশিল্পী যাঁকে ইকুয়াল গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিয়েছে বিশ্বখ্যাত অডিও স্ট্রিমিং পোর্টাল স্পটিফাই।
৪ বছর বয়সে গান শেখা শুরু। ৬ বছর বয়সে ধ্রুপদী সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন শ্রেয়া। ১৬ বছর বয়সে জেতেন সারেগামা নামে টিভি রিয়ালিটি শো।
সেখানেই তিনি প্রথম সঞ্জয় লীলা বনশালির নজরে পড়ে যান। ২০০২ সালে দেবদাস সিনেমায় গানের জন্য জাতীয় পুরস্কার জেতেন শ্রেয়া।
তাঁর এই গানের জগতে এগিয়ে চলা ছিল নিরন্তর এবং বাধাহীন। নিজের প্রতিভার গুণে তাঁকে কখনও পিছন ফিরে তাকাতে হয়নি।
ফোর্বস পত্রিকা শ্রেয়া ঘোষালকে ৫ বার ভারতের ১০০ সেরা সেলেব্রিটির তালিকায় জায়গা দেয়। এবার টাইমস স্কোয়ারেও তিনি ঝলমল করে উঠলেন। দেখল গোটা দুনিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা